অসমে বাঙালি খুনের পরে প্রতিরোধের ডাক তৃণমূলের

বৃহস্পতিবার তিনসুকিয়ার হত্যাকন্ডের পরই রাজ্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে হাজরার সেই প্রতিবাদ সভায় পার্থ বলেন, ‘‘শুধু অসমে নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০৩:২৫
Share:

অসমের বাঙালি নিধনের পরে রাজ্যে রথযাত্রা কর্মসূচি নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিল তৃণমূল। শুক্রবার রাজ্য জুড়ে দলের প্রতিবাদ কর্মসূচিতে প্রতিরোধের ডাক দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। হাজরা মোড়ে এক সভায় তিনি বলেন, ‘‘শুধু প্রতিবাদ করলেই হবে না। বিজেপির এই বিদ্বেষের রাজনীতি প্রতিরোধ করতে হবে।’’

Advertisement

বৃহস্পতিবার তিনসুকিয়ার হত্যাকন্ডের পরই রাজ্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে হাজরার সেই প্রতিবাদ সভায় পার্থ বলেন, ‘‘শুধু অসমে নয়। এখানেও নানা ভাবে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। মানুষ তা প্রত্যাখ্যান করেছে।’’ পার্থের দাবি, ‘‘এ রাজ্যেও এনআরসি’র কথা বলে একই লক্ষ্যে এগোতে চাইছে বিজেপি। মমতা তা হতে দেবেন না। তবে এই শক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে।’’ মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি শুধু ঘৃণা ছড়াচ্ছে। কোথাও আসমিয়া-বাঙালি, কোথাও হিন্দু-মুসলমান। মনে রাখবেন, বাংলায় রথ নিয়ে বেরোলে বাংলার ছেলেরা চুপ করে বসে থাকবে না।’’ সভায় বক্তৃতা করেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায় ও সাংসদ সুখেন্দুশেখর রায়।

হাজরার সভায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে বিজেপির রথ নড়তে দেব না। রথের চাকাও থাকবে না। দড়ি থাকবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন