কেন্দ্রের কাট মানি রিপোর্ট তলবের বিরুদ্ধে সংসদে সরব হবে তৃণমূল

কাটমানি নিয়ে কেন্দ্রের তরফে ওই রিপোর্ট চাওয়া নিয়ে জানতে চাওয়ায় তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘‘যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কোনও প্রতিমন্ত্রীও চিঠি লিখতেন, তা হলেও না হয় একটা কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৯ ০৬:৪২
Share:

লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কাটমানি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়ার ঘটনাকে ‘গুরুত্বহীন’ বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। তবে একই সঙ্গে সোমবার থেকে লোকসভার জিরো আওয়ারে বিষয়টি নিয়ে সরব হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।

Advertisement

কাটমানি নিয়ে কেন্দ্রের তরফে ওই রিপোর্ট চাওয়া নিয়ে জানতে চাওয়ায় তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘‘যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কোনও প্রতিমন্ত্রীও চিঠি লিখতেন, তা হলেও না হয় একটা কথা ছিল। কিন্তু মন্ত্রকের আন্ডার সেক্রেটারির তরফ থেকে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে! এমন ঘটনা নতুন নয়।’’ তাঁর ব্যাখ্যায়, ২ জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত চলতি অধিবেশনে লোকসভায় লিখিত প্রশ্নে ৪ বার এবং রাজ্যসভায় ৬ বার কথা উঠেছে পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে। বারবার বিজেপি সাংসদেরা নানা ভাবে বিষয়টি তুলেছেন। পরিস্থিতি এমন হয়েছে যে, দু’বার স্পিকারকে বলতে হয়েছে, লোকসভাকে যেন পশ্চিমবঙ্গের বিধানসভা করে না ফেলা হয়। সুদীপবাবুর দাবি, সম্প্রতি স্পিকার পশ্চিমবঙ্গ বিজেপির কিছু সাংসদকে ডেকে বলেছেন, অধিবেশনে রাজ্যের আইন শৃঙ্খলার মতো বিষয় না তুলতে। তৃণমূলের লোকসভার নেতার বক্তব্য, ‘‘আগে যত বার অ্যাডভাইসরি এসেছে, রাজ্য উত্তর দিতে দেরি করেনি। কিন্তু আন্ডার সেক্রেটারির পাঠানো এই সব আ্যাডভাইসরি নিয়ে সংবাদমাধ্যমেই হইচই হয়। বাস্তবে গুরুত্ব কম।’’ কিন্তু সাম্প্রতিক বিষয়টি যে হেতু সংসদ থেকে উঠে এসেছে, সে হেতু দিল্লিতে সক্রিয় হবেন তৃণমূলের নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন