TMC

উত্তরবঙ্গে অবস্থান তৃণমূলের

আগে একই ভাবে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেস কলকাতায় ৩২ ঘণ্টার অবস্থান কর্মসূচি নিয়েছিল। শিলিগুড়ির এই কর্মসূচিতে শামিল হওয়ার কথা সংগঠনের রাজ্য নেতৃত্বেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ০৮:৪৭
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ রাজ্যের প্রাপ্য নিয়ে এ বার উত্তরবঙ্গে ৩২ ঘণ্টার অবস্থান কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ২২ ও ২৩ মে শিলিগুড়িতে এই কর্মসূচিতে সংগঠনের উত্তরবঙ্গের জেলাগুলির পদাধিকারীদের অংশগ্রহণ করার কথা। আর আগে একই ভাবে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেস কলকাতায় ৩২ ঘণ্টার অবস্থান কর্মসূচি নিয়েছিল। শিলিগুড়ির এই কর্মসূচিতে শামিল হওয়ার কথা সংগঠনের রাজ্য নেতৃত্বেরও। চন্দ্রিমার কথায়, ‘‘১০০ দিনের কাজ করে মানুষ টাকা পাননি। আবাস যোজনায় কেন্দ্রের যে অংশ দেওয়ার কথা, তা-ও পাওয়া যায়নি। তা নিয়ে ধারাবাহিক ভাবে আমাদের যে আন্দোলন চলছে, এই কর্মসূচি তারই অঙ্গ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement