TMCP

ছাত্রদের ভার্চুয়াল সভায় শক্তি প্রদর্শনে তৃণমূল

একুশে জুলাইয়ের মতো ২৮ অগস্ট ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসেও ‘ভার্চুয়াল’ সভা করবে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৩:২৪
Share:

ছবি: সংগৃহীত।

করোনা পরিস্থিতিতে ‘ভার্চুয়াল’ সভা ছাড়া উপায় নেই। সামাজিক দূরত্বের কারণে জমায়েতে শক্তি প্রদর্শন সম্ভব নয়। তাই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ‘শেয়ার’ করেই রেকর্ড গড়তে চায় তৃণমূল ছাত্র পরিষদ। কত জন সরাসরি সম্প্রচার দেখছে, তার নিরিখে ছাত্র নেতারা চ্যালেঞ্জ ছুঁড়তে চাইছেন বিজেপি-সহ বিরোধীদের।

Advertisement

একুশে জুলাইয়ের মতো ২৮ অগস্ট ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসেও ‘ভার্চুয়াল’ সভা করবে তৃণমূল। এত কাল ওই দিনে গাঁধী মূর্তির নীচে সমাবেশ করলেও এ বার তা হবে ফেসবুক-সহ অন্য সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ঠিক আছে, ওই দিন দুপুরে সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী। সোশ্যাল মিডিয়ার সেই বক্তৃতাই শিক্ষা প্রতিষ্ঠান-সহ বেশ কিছু জায়গায় নানা ভাবে দেখানো হবে। কোথাও কোথাও বড় স্ক্রিন লাগানোর কথাও ভাবা হয়েছে। প্রাথমিক ভাবে জেলা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত নেতা-কর্মীদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকেই দলের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট যত বেশি সম্ভব শেয়ার করে কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে বলা হয়েছে।

ছাত্র সংগঠনের তরফে তিন স্তরে প্রশিক্ষণ দিয়েছেন রাজ্য নেতারা। সেখানেই বলা হয়েছে, দলনেত্রীর বক্তৃতা চলাকালীন ‘কমেন্ট’ বিভাগে শিক্ষা সংক্রান্ত প্রশ্ন বা প্রচারের উপরে জোর দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় মমতার বক্তৃতা প্রচারের জন্য ৭ দিন রাজ্য নেতারা জেলায় জেলায় ঘুরে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি বোঝাবেন।

Advertisement

সংগঠনের এক রাজ্য নেতার কথায়, ‘‘অন্যান্য বছর সমাবেশ ঘিরে একটা উদ্দীপনা তৈরি হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীরা নানা কর্মসূচি নিয়ে থাকেন। এ বার তা হচ্ছে না। তাই যত বেশি সম্ভব ছাত্র-ছাত্রীকে ওই কর্মসূচি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউয়ার’ বা দর্শক বাড়াতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন