শত্রুকে ঘায়েল করতে তৈরি নয়া ‘ঘাতক’

শুধু গুণে নয়, দামেও এটি টেক্কা দেবে অন্যদের। এর দাম মাত্র ২ লক্ষ ৭৯ হাজার টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:১২
Share:

নিশানা: এই স্নাইপার রাইফেলই তৈরি করেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। নিজস্ব চিত্র

আক্ষরিক অর্থেই ঘাতক! ৮০০ মিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। এক গুলিতেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারে এই স্নাইপার রাইফেল। তৈরি করেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। বুধবার ১১৫তম প্রতিষ্ঠা দিবসে তাদের তৈরি নতুন এই রাইফেল তৈরির খবর জানালেন অস্ত্র কারখানার জেনারেল ম্যানেজার ডি কে মহাপাত্র। নতুন এই স্নাইপার রাইফেলের নাম ‘ঘাতক’। শুধু গুণে নয়, দামেও এটি টেক্কা দেবে অন্যদের। এর দাম মাত্র ২ লক্ষ ৭৯ হাজার টাকা।

Advertisement

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ‘ঘাতক’ রাইফেল ইতিমধ্যেই পরীক্ষিত। ওড়িশা পুলিশ এবং আরপিএফ এটি ব্যবহার করছে। আরও এক হাজার রাইফেল তৈরির বরাত মিলেছে। এই রাইফেলের বিষয়ে জানানো হয়েছে ভারতীয় সেনাকেও। কারখানা কর্তৃপক্ষের আশা, আরও বরাত মিলবে। কারণ অন্য স্নাইপার রাইফেলের তুলনায় ৭.৬২ ‘ঘাতক’ ওজনের দিক থেকে অনেক হালকা।

মাসখানেক আগে ইছাপুরের এই কারখানা থেকেই অস্ত্র পাচারের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য। গ্রেফতার করা হয় কারখানার দুই আধিকারিক এবং এক ঠিকাকর্মীকে। এত নিরাপত্তা সত্ত্বেও কেন এড়ানো গেল না এমন ঘটনা? প্রতিষ্ঠা দিবসে এই প্রশ্নও শুনতে হল জেনারেল ম্যানেজারকে। তবে তাঁর যুক্তি, যে অস্ত্র পাচার হয়েছে বলে অভিযোগ, তা ব্রিটিশ আমলের। নেহাতই বাতিল কিছু অস্ত্র আর যন্ত্রাংশ। তাঁর দাবি, আধুনিক বা বর্তমান সময়ের কোনও অস্ত্র পাচার হয়নি। তবে ওই ঘটনার পরে কর্তৃপক্ষ আরও সতর্ক হয়েছেন। ব্রিটিশ আমলের সব অস্ত্র এবং যন্ত্রাংশ একটি ঘরে সিল করে দেওয়া হয়েছে। বসানো হয়েছে আরও সিসি ক্যামেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন