উত্তরবঙ্গে আজ মমতা, কাল আসছেন অমিত

সোমবার কোচবিহার-আলিপুরদুয়ার সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক দিন পরে শিলিগুড়ি-নকশালবাড়িতে আসছেন অমিত শাহ। পাহাড়ে পুরভোটের আগে, পঞ্চায়েত ভোটের হাওয়া যখন উঠতে শুরু করেছে, তখন দু’জনের সফর ঘিরে সরগরম উত্তরবঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০৪:৪৮
Share:

সোমবার কোচবিহার-আলিপুরদুয়ার সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক দিন পরে শিলিগুড়ি-নকশালবাড়িতে আসছেন অমিত শাহ। পাহাড়ে পুরভোটের আগে, পঞ্চায়েত ভোটের হাওয়া যখন উঠতে শুরু করেছে, তখন দু’জনের সফর ঘিরে সরগরম উত্তরবঙ্গ।

Advertisement

গত বারই মমতা জানিয়েছিলেন, এপ্রিলের শেষে ফের আসবেন। এ বার কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা। জেলার রাজনৈতিক নেতৃত্ব বলছেন, উত্তরবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত যথেষ্ট। তাদের দুই বিধায়কই ভাগীরথীর উত্তর পাড়ের লোক। কোচবিহারে লোকসভা উপনির্বাচনে বামেদের পিছনে ঠেলে বিজেপি দ্বিতীয় হয়েছে। তার সঙ্গে আছে অনন্ত রায় ও মোর্চার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। ২৫ তারিখে অমিত শাহের সফর তাৎপর্যপূর্ণ। বিজেপি বলছে, রামনবমীর দিন শিলিগুড়িতে চোখে পড়ার মতো মিছিল করেছিল দল। তার পরে দলের সর্বভারতীয় সভাপতি এলে কর্মীদের মনোবল বাড়বে। উত্তরবঙ্গের বিশিষ্টজনদের মনোভাব জানতে অমিত কথা বলবেন কয়েক জনের সঙ্গে। তৃণমূল সূত্রের খবর, দুই জেলাকেই বাড়তি সুবিধা দিতে পারেন মমতা। কেপিপি-র অতুল রায়ের সভায় থাকবেন তিনি। দেখা করতে পারেন গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মনের সঙ্গেও। রাজনৈতিক মহলের বক্তব্য, অনন্ত রায়ের প্রভাবে বিজেপি যাতে খুব বেশি লাভ তুলতে না পারে, সেটাই লক্ষ্য তৃণমূল নেত্রীর।

আরও পড়ুন:‘নতুন ভারত’ গড়তে বিরোধী মুখ্যমন্ত্রীদেরও ডাক দিলেন প্রধানমন্ত্রী

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement