News Of The Day

কলেজে ধর্ষণকাণ্ড নিয়ে শুনানি। সভাপতি পদে শমীকের নাম ঘোষণা। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। আর কী

নেতা-কর্মীদের জমায়েতকে সাক্ষী রেখে নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করতে চায় বিজেপি। একই সঙ্গে নতুন সভাপতিকে সংবর্ধনা জানানোর আয়োজনও থাকছে। তাই দলীয় দফতরের বদলে সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলেজে ধর্ষণকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলার শুনানি কলকাতা হাই কোর্টে

Advertisement

কলেজে ধর্ষণকাণ্ড নিয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। ওই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করা হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে আজ।

রাজ্য বিজেপির সভাপতি পদে শমীকের নাম ঘোষণা

Advertisement

আজ রাজ‍্য বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হবে। নেতা-কর্মীদের জমায়েতকে সাক্ষী রেখে নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করতে চায় বিজেপি। একই সঙ্গে নতুন সভাপতিকে সংবর্ধনা জানানোর আয়োজনও থাকছে। তাই দলীয় দফতরের বদলে সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১২টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা। কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদ সেই অনুষ্ঠানেই শমীকের হাতে সভাপতি নির্বাচিত হওয়ার শংসাপত্র তুলে দেবেন। তার পরে সংবর্ধনা দেওয়া হবে শমীককে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্রিগেডে ‘জগন্নাথের মাসির বাড়ি’তে মুখ্যমন্ত্রী মমতা

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল সাড়ে ৪টে নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, জগন্নাথের মাসির বাড়িতে দর্শনে আসবেন। সেখানে তাঁর আরতি করার কথাও রয়েছে। এই খবরে নজর থাকবে আজ।

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

ভারত বনাম ইংল্যান্ড টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন টস জিতে শুভমন গিলদের ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রথম টেস্টে হেরে সিরিজ়ে পিছিয়ে পড়েছেন শুভমনেরা। এই টেস্টে সিরিজ়ে সমতা ফেরানোর লক্ষ্যে নেমেছে ভারত। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

উইম্বলডনে চতুর্থ দিনের খেলা, লড়বেন সিনার, জোকোভিচ

আজ চতুর্থ দিনে পড়ছে উইম্বলডন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামছেন শীর্ষ বাছাই জানিক সিনার, ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচ। মহিলাদের সিঙ্গলসেও রয়েছে অষ্টম বাছাই ইগা শিয়নটেকের খেলা। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement