News Of The Day

নবান্নে মহাবৈঠক মুখ্যমন্ত্রীর। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি। বর্ষা ঢুকবে কবে। বিধানসভার অধিবেশন। আর কী

দিঘায় রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা প্রস্তুতি বৈঠকে থাকবেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিঘায় রথযাত্রার প্রস্তুতি নিয়ে নবান্নে মহাবৈঠক মুখ্যমন্ত্রীর, থাকবেন মুখ্যসচিব, ডিজি-ও

Advertisement

নবান্নে মহাবৈঠক বসবে আজ। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সেখানে রথযাত্রা করবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে আজ প্রস্তুতি বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর ডাকা এই প্রস্তুতি বৈঠকে থাকবেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ অনেকে। মুখ্যমন্ত্রী নিজেও এ বার রথে দিঘায় থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

বিধানসভার অধিবেশন, ফের দ্বৈরথে কি তৃণমূল-বিজেপি

Advertisement

আজ বিধানসভায় ফের দ্বৈরথে কি তৃণমূল-বিজেপি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে, বিধানসভার অধিবেশন অচল করে দেবেন তাঁরা আজ। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও ‘কলিং অ‍্যাটেনশন’ এবং উল্লেখ পর্ব রয়েছে। এ ছাড়াও পূর্ত দফতরের স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তপ্ত লস অ্যাঞ্জেলেস! জারি কার্ফু, ক্ষোভ ছড়াচ্ছে অন্য শহরগুলিতেও

আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতরের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভে গত কয়েক দিন ধরে তপ্ত ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি সামলাতে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। শহরের স্পর্শকাতর কিছু অঞ্চলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি করা হয়েছে কার্ফু। লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি, নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা-সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে টেক্সাস প্রদেশের বিভিন্ন প্রান্তেও ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকায় এই বিক্ষোভ এবং প্রশাসনের পদক্ষেপের দিকে নজর থাকবে আজ।

ইংল্যান্ডে চলছে শুভমনদের প্রস্তুতি, ভারতীয় দলের খবর

আর আট দিন পর ভারতীয় দলের ইংল্যান্ড সিরিজ় শুরু। পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ লিডসে। এ বার দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা। শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডে কী ভাবে তৈরি হচ্ছে ভারত? থাকছে সব খবর।

ঝড়বৃষ্টি! ভ্যাপসা গরমে স্বস্তির পূর্বাভাস, বর্ষা ঢুকবে কবে

সাধারণত জুনের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু এ বার ১০ তারিখ পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও পূর্বাভাস দেখা যাচ্ছে না। তবে ১৪ জুন মৌসুমি বায়ু আবার কিছুটা গতি পেতে পারে। ফলে তার পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, দ্বিতীয় দিনের খেলা

শুরু হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ও টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া গত বারের চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকা এ বারই প্রথম ফাইনালে উঠেছে। আজ দ্বিতীয় দিনের খেলা। বিকেল ৩টে থেকে খেলা শুরু। ম্যাচের সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

‘যোগ্য’ চাকরিহারাদের এসএসসি দফতর অভিযান

‘যোগ্য’ শিক্ষকশিক্ষিকা অধিকার মঞ্চের ফের স্কুল সার্ভিস কমিশন অভিযান আজ। করুণাময়ী থেকে এসএসসি দফতর পর্যন্ত মিছিল। দুপুর ১২টার সময় করুণাময়ীতে জমায়েত। দু’দফা দাবি নিয়ে এই মিছিল চাকরিহারাদের। কারা স্কুল যাচ্ছেন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশও করা হবে। পাশাপাশি, দাবি জানানো হবে রিভিউ পিটিশনের আগে ফর্মফিলাপ ও পরীক্ষা নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement