গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে চড়ছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। অভিযোগ, কয়েক জন যুবক মিলে তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গণধর্ষণ করেছেন। পুলিশ ইতিমধ্যেই নির্যাতিতার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁর বয়ানের সত্যাসত্য যাচাই প্রক্রিয়া চলছে। অভিযুক্ত অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। তদন্তও চলছে। এই ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি। জাতীয় মহিলা কমিশনও স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেছে। নির্যাতিতা ওড়িশার বাসিন্দা। এই ঘটনায় যাতে দ্রুত দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সমাজমাধ্যমে বার্তাও দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। অন্য দিকে, রাজ্য পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্যাতিতা যাতে বিচার পান, তা নিশ্চিত করা হবে বলেই জানিয়েছে তারা। আজ নজর থাকবে এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে।
হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি ওয়াই পূরণ কুমারের মৃত্যু ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখানে আইএএস এবং আইপিএস আধিকারিক-সহ ১৬ জনের বিরুদ্ধে তাঁকে লাগাতার জাত তুলে হেনস্থার অভিযোগ তুলেছেন আত্মঘাতী পুলিশকর্তা। বিতর্কের মাঝে রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজার্নিয়াকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। ঘটনাচক্রে, পূরণ কুমার তাঁর সুইসাইড নোটে যে ১৬ জন আমলা এবং আইপিএসের নাম উল্লেখ করে গিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন রোহতকের এসপি-ও। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
বিশ্বকাপে আজ ভারতের কঠিন পরীক্ষা। হরমনপ্রীত কৌরেরা মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। জঘন্য বল করে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। আজ হারলেই চাপ বাড়বে হরমনদের। খেলা বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আজ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে শনিবারের তুলনায় রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আগামী সপ্তাহে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। সেখানে ভারী বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আকাশ বেশির ভাগ সময় পরিষ্কার থাকবে।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অবশেষে কিছুটা লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ়। এ বার সম্ভবত আর আড়াই দিনে শেষ হবে না পাঁচ দিনের টেস্ট। ভারত ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ় ৪ উইকেটে ১৪০ রান তুলেছে। ফলো-অন কি এড়াতে পারবে তারা? আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
তিন দিন লাগাতার আলোচনা পর সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাব মেনে প্রথম দফার সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে গাজ়ায়। শুক্রবার থেকেই প্যালেস্টাইনিরা আবার গাজ়ায় নিজের বাড়ি ফিরছেন। আপাতত গাজ়ায় কোনও গোলাগুলির শব্দ নেই। গাজ়াবাসী আশাবাদী, ফিরবে আগের পরিস্থিতি। একই সঙ্গে চুক্তি মেনে চলছে পণবন্দি বিনিময়েও। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আজ অভিযান শুরু করছে পাকিস্তান। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানকে আবার দলে নিয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এই সিরিজ়ে পাচ্ছে না অধিনায়ক টেম্বা বাভুমাকে। তার বদলে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। খেলা শুরু সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।