গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে দমদম বিমানবন্দর থেকে তিনি বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন। এই সফরে মুখ্যমন্ত্রী মাটিগাড়াতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। পাশাপাশি, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধনও করবেন তিনি। এ ছাড়াও বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেই বিধানসভা কেন্দ্রে কর্মসূচি করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু। আর শাসক শিবিরের ‘সেনাপতি’ হলেন অভিষেক। তাই এ বার বিধানসভা ভোটের জন্য শুভেন্দুর বিরুদ্ধে ঘুঁটি সাজাতে অভিষেক নন্দীগ্রামে আসছেন তাঁর সেবাশ্রয়-২ কর্মসূচি নিয়ে। আজ নন্দীগ্রামে অভিষেক সেবাশ্রয় কর্মসূচিতে যোগদান করতে গিয়ে জনসংযোগ করবেন।
আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছে, আজই তার শুনানি হবে। কলকাতা হাই কোর্ট বুধবার এই মামলা শুনেছে এবং শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপ্যাক-কাণ্ডে ইডির মামলার শুনানি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। মামলাটি শুনবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ।
নিপা আক্রান্ত দুই নার্সের অবস্থা এখনও আশঙ্কাজনক। বারাসতের এক হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। অন্য দিকে, আক্রান্তদের সংস্পর্শে আসা দু’জনকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁদের মধ্যে এক জন নার্স। অপর জন চিকিৎসক। ওই দু’জনকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংগ্রহ করা হয়েছে লালার নমুনাও। এই সংক্রান্ত খবরে আজ নজর থাকবে।
বৃহস্পতিবার থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে। প্রথম ম্যাচেই খেলতে নামছে ভারত। আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন দলের সামনে আমেরিকা। দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। এ ছাড়া ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম তানজানিয়া ও জিম্বাবোয়ে বনাম স্কটল্যান্ড। সব ম্যাচ দুপুর ১টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইরানে গত প্রায় দু’সপ্তাহ ধরে গণবিক্ষোভ চলছে। প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা-ই এখন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে। এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে দমনপীড়ন। লাফিয়ে বাড়ছে নিহতদের সংখ্যাও। উদ্ভূত পরিস্থিতিতে ২০০০-এরও বেশি মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভকারীদের ইরান মৃত্যুদণ্ড দিলে তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন তিনি। পশ্চিম এশিয়ার এই দেশের পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।
জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। আগামী কয়েক দিনে ঠান্ডা কমার সম্ভাবনা নেই। একই রকম থাকবে রাতের তাপমাত্রা। সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ডব্লিউপিএলে দু’টি ম্যাচ জিতে ছন্দে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে বড় রান তাড়া করে জিতেছে তারা। বৃহস্পতিবার তাদের সামনে মেগ ল্যানিংয়ের ইউপি। তবে স্থানীয় পুরসভার নির্বাচনের কারণে এই ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। সন্ধ্যা ৭:৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিজয় হজারে ট্রফির প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। দেবদত্ত পাড়িক্কল, মায়াঙ্ক আগরওয়ালের কর্নাটকের বিরুদ্ধে খেলবে বিদর্ভ। কোন দল উঠবে ফাইনালে। ম্যাচ শুরু দুপুর ১.৩০টা থেকে।