News of the Day

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে গরম বাড়তে পারে, ভোটের প্রচারে নজরে দ্বিতীয় দফা... দিনভর আর কী

মালদহে আজ জোড়া প্রচারসভা রয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মালদহের দু’টি লোকসভা আসনে পৃথক জনসভা করবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ০৬:৫৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রথম দফায় শুক্রবার তিন কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে রাজ্যে। দ্বিতীয় দফায় ভোট হতে যাওয়া আসনগুলিতে আজ প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে জনসভা করবেন তিনি। তার পর তাঁর কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরর লোকসভা কেন্দ্র বালুরঘাটে। সেখানে রোড-শো করবেন অভিষেক। বালুরঘাটেই আজ আবার রোড-শো রয়েছে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। একই দিনে আবার মালদহের দুই লোকসভা কেন্দ্রে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বার উত্তরবঙ্গে একটিও আসন পায়নি তৃণমূল। আটটির মধ্যে সাতটি জিতেছিল বিজেপি। মালহদ দক্ষিণ ছিল কংগ্রেসের দখলে। এ বার বিজেপির শক্ত জমিতে থাবা বসাতে মরিয়া তৃণমূল। প্রথম দফার ভোটের পরে অবশ্য তৃণমূল দাবি করেছে, তিন কেন্দ্রেই ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সমর্থনে ভোট হয়েছে। মহিলাদের বিপুল ভোটদানে আশা দেখছে শাসকদল। বিজেপি-ও দাবি করেছে, মানুষ মোদীকে তৃতীয় বার সরকারে ফেরাতে ভোট দিয়েছেন।

Advertisement

মালদহ উত্তর ও দক্ষিণে মমতার সভা

মালদহে আজ জোড়া প্রচারসভা রয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মালদহের দু’টি লোকসভা আসনে পৃথক জনসভা করবেন তিনি। একটি সভা করবেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। অন্য সভাটি হবে দক্ষিণ মালদহের তৃণমূল প্রার্থী শাহজাহান আলি রায়হানের সমর্থনে।

Advertisement

রায়গঞ্জে অভিষেকের সভা, বালুরঘাটে রোড-শো

দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গে আজ প্রচার করবেন অভিষেক। আজ রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারসভা করবেন তিনি। পাশাপাশি, বালুরঘাটেও রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই আসনে বিজেপি সভাপতি সুকান্তের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সুকান্তের কেন্দ্রে রোড-শো মিঠুনের

বৃহস্পতিবার দার্জিলিং, শুক্রবার রায়গঞ্জের পর আজ শনিবার বালুরঘাটে মিঠুন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ সকালে গঙ্গারামপুরে রোড-শো করবেন মিঠুন। এর পরে তপন বিধানসভা এলাকায় একটি জনসভা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে বালুরঘাট থেকে হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছে আজ সন্ধ্যাতেই কলকাতা ফেরার কথা মিঠুনের।

আইপিএল: দিল্লি বনাম হায়দরাবাদ

আইপিএলে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দু’টি দলই জয়ের মধ্যে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋষভ পন্থের দিল্লি নিজেদের শেষ দু’টি ম্যাচ জিতেছে। অন্য দিকে, প্যাট কামিন্সের হায়দরাবাদ পর পর তিনটি ম্যাচ জিতেছে। তারা আজ জিতলে দ্বিতীয় স্থানে চলে আসতে পারে। কোন দল কার জয়ের রথ থামাবে আজ? দিল্লিতে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়াও জিয়ো সিনেমা অ্যাপে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

রাজ্যে গরম আরও বাড়তে পারে

আলিপুর আবহাওয়া দফতর আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন