News Of The Day

নেতাজি ইন্ডোরে মহাবৈঠক মমতার। ট্রলি-কাণ্ডে মা-মেয়ের হাজিরা কোর্টে। পানাগড়কাণ্ডে নয়া ‘রহস্য’। আর কী কী

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি কৌতূহল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি কি থাকবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নেতাজি ইন্ডোরে মহাবৈঠক মমতার, দলকে বার্তা দেবেন নেত্রী, অভিষেক কি থাকবেন

Advertisement

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সংগঠনে ঝাঁকুনি দিতে মমতা কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে গোটা শাসকদল। পাশাপাশি, আজকের সভার বাড়তি কৌতূহল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি কি থাকবেন? বুধবার রাত পর্যন্ত খবর, অভিষেকের থাকার সম্ভাবনা প্রবল। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি পৌঁছতে পারেন। ফলে অভিষেক সভায় গিয়ে কী বলেন, সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিট নিয়ে কোনও প্রতিক্রিয়া জানান কি না তা নিয়ে কৌতূহল রয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

ট্রলি-কাণ্ডের তদন্ত মধ্যমগ্রামে, মা-মেয়ের হাজিরা আদালতে

Advertisement

ট্রলি-কাণ্ডের তদন্তভার যাচ্ছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার হাতে। এই ঘটনায় অভিযুক্ত মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনী ঘোষকে বুধবার কলকাতার আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের এক দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ তাঁদের বারাসত আদালতে হাজির করানো হবে। তাঁদের নিজেদের হেফাজতে চাইবে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই ঘটনার কেস ডায়েরি ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। ট্রলি ব্যাগে আত্মীয়ার টুকরো দেহ নিয়ে যাচ্ছিলেন মা এবং মেয়ে। কুমোরটুলি ঘাট এলাকায় তাঁরা ধরা পড়েন। পুলিশের কাছে পিসিশাশুড়িকে খুনের কথা স্বীকার করেছেন ফাল্গুনী।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাবলু গ্রেফতার না পলাতক? পানাগড়কাণ্ডে নয়া ‘রহস্য’

পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পুলিশ বলছে, বাবলু যাদব-সহ পাঁচ জনের খোঁজ চলছে। অন্য দিকে, হুগলির চন্দননগরের মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের দাবি, তাঁরা এক বার শুনছেন বাবলু গ্রেফতার, এক বার খবর পাচ্ছেন, তিনি অধরা। পানাগড়কাণ্ডে এ নিয়ে নতুন ‘রহস্য’ তৈরি হয়েছে। সুতন্দ্রাদের গাড়িকে ধাক্কা মেরে পালানো বাবলুদের নিয়ে কী বলছে পুলিশ? নজর থাকবে আজ।

উঠছে দ্রুত ভোটের দাবি, শুক্রে তৈরি হবে নতুন দল

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলিত ভাবে ওই দল ঘোষণা করবে শুক্রবার। নতুন দলে কে কোন দায়িত্বে থাকবেন, তা নিয়ে আলোচনা, গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশের অন্দরে। পাশাপাশি, দ্রুত নির্বাচনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে সে দেশে। অন্তর্বর্তী সরকারের বক্তব্য, সংস্কারের কাজ শেষ করে নির্বাচন আয়োজন করা হবে। খালেদা জিয়ার বিএনপি-ও চাইছে, সংস্কার হোক। তবে সংস্কারের নাম করে নির্বাচনকে আটকে রাখায় আপত্তি রয়েছে তাদের। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

উত্তরে বৃষ্টি, দক্ষিণে বাড়বে তাপমাত্রা, আবহাওয়া কেমন

গত সপ্তাহে অল্পবিস্তর ঝড়বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই মেঘ কেটে গিয়ে দেখা মিলেছে ঝলমলে রোদের। আপাতত দক্ষিণবঙ্গে তেমন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পর থেকে তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। এমনকি, সপ্তাহান্তে অর্থাৎ মার্চ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement