News Of The Day

সংসদের বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠক। দুর্গাপুরে নিতিন নবীন। এ বার কি শীতের বিদায়। আর কী কী

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দু’দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দলের সভাপতি হওয়ার পরে এটিই নিতিনের প্রথম পশ্চিমবঙ্গ সফর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৭:৫৩
Share:

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে আজ কেন্দ্রীয় সরকারের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ। সর্বদল বৈঠকে কী হয় সেই খবরে নজর থাকবে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দু’দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দলের সভাপতি হওয়ার পরে এটিই নিতিনের প্রথম পশ্চিমবঙ্গ সফর। আজ বিকেল ৪টে নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন বিজেপি সভাপতি। সন্ধ্যায় দুর্গাপুরে চিত্রালয় ময়দানে ‘কমল মেলা’ নামে একটি কর্মসূচিতে যোগ দেবেন। রাতে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে দুর্গাপুরেই বৈঠকে বসবেন। আগামী কাল অর্থাৎ বুধবার দুর্গাপুর এবং রানিগঞ্জে একাধিক কর্মসূচি সেরে ফের অন্ডাল বিমানবন্দর হয়েই তিনি ফিরে যাবেন।

Advertisement

সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। কাল বুধবার ভারত বনাম নিউ জ়িল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিন ম্যাচ জেতা সূর্যকুমার যাদবের দলের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার আর দু’টি ম্যাচ পাবে ভারত। কী কী পরীক্ষা করবেন গৌতম গম্ভীর? থাকছে ভারতীয় দলের সব খবর।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। এই বৈঠক থেকেই ইউরোপের সঙ্গে ভারতের মুক্তি বাণিজ্যচুক্তি (এফটিএ)-র চূড়ান্ত রূপরেখা ঘোষণা হওয়ার কথা। ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তখন দেশে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। দীর্ঘ ১৮ বছর ধরে দফায় দফায় আলোচনার পরে অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমঝোতা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে একই পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট চলবে আগামী চার দিন। উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে আজ সুপার সিক্স পর্বে অভিযান শুরু করছে ভারত। বৈভব সূর্যবংশী-আয়ুশ মাত্রের ভারতের সামনে জিম্বাবোয়ে। খেলা দুপুর ১টা থেকে। আজ রয়েছে পাকিস্তানেরও সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচ। বিপক্ষে নিউ জ়িল্যান্ড। এই ম্যাচও দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মেয়েদের আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি গুজরাত জায়ান্টস। পর পর দু’টি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমাইমা রদ্রিগেজ়ের দিল্লি। তার মধ্যে শেষ ম্যাচে তারা হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এ বারের মেয়েদের আইপিএলে সেটাই আরসিবির প্রথম হার। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন জেমাইমারা। গুজরাতও টানা তিন ম্যাচে হারার পর শেষ ম্যাচে হারিয়েছে ইউপি ওয়ারিয়র্সকে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ অস্ট্রেলিয়ান ওপেনের চারটি কোয়ার্টার ফাইনাল। খেলবেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ়, দ্বিতীয় বাছাই জানিক সিনার, তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ ও চতুর্থ বাছাই নোভাক জোকোভিচ। আলকারাজ়ের সামনে ষষ্ঠ বাছাই আলেক্স ডিমিনাউর। জোকোভিচের লড়াই পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তির সঙ্গে। অন্য কোয়ার্টার ফাইনালে জ়েরেভ খেলবেন ২৫ নম্বর বাছাই লার্নার টিয়েনের সঙ্গে। মেয়েদের সিঙ্গলসেও আজ চারটি কোয়ার্টার ফাইনাল। খেলবেন প্রথম ছয় বাছাই। শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা খেলবেন ২৯ নম্বর বাছাই ইভা জভিচের সঙ্গে। দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক মুখোমুখি পঞ্চম বাছাই এলিনা রিবাকিনার। তৃতীয় বাছাই কোকো গফের সামনে দ্বাদশ বাছাই এলিনা স্বিতোলিনা। চতুর্থ বাছাই আমান্ডা আনিসিমোভার লড়াই ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলার সঙ্গে। খেলা শুরু ভোর ৬টা থেকে। খেলা দেখা যাবো সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement