কেউ গিয়েছেন, কেউ যাচ্ছেন, কেউ বা যাবেন এই তো ক’দিন পরে। কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ বা সমুদ্রতীরে।
বছর শেষের কাজের স্তূপে চাপা পড়েছিলেন। একঘেয়েমির শেষ সীমাতেও বটে। সে সব মিটতেই যথারীতি মনটা উড়ু উড়ু কলকাতার। এপ্রিল-মে থেকেই শহরের মেজাজে ঢুকে পড়েছে ছুটির খোঁজে ছুট।
এ সময়টায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় গন্তব্য বাছাই। পাহাড় না সমুদ্র না জঙ্গল, সে নয় ভাবা গেল। দেশ না বিদেশ, তা-ও। কিন্তু তার পরেও অনেকগুলো প্রশ্ন থেকেই যায়। কবে যাবেন, কী ভাবে যাবেন, কী দেখবেন, কোথায় থাকবেন, কী পরবেন, খাওয়া-দাওয়াই বা কেমন— এ সব নানা টুকিটাকি বিষয় জানা জরুরি বৈকি। তার ভিত্তিতেই তো শেষমেশ ফাইনাল হবে প্ল্যান!
এমনই হাজারো প্রশ্নের উত্তর দিতে শহরে হাজির ‘এয়ার এশিয়া প্রেজেন্টস এবিপি ট্যুরিস্ট স্পট’। আজ, শুক্রবার থেকে রবিবার, ১৯ জুন পর্যন্ত স্বভূমির রঙ্গমঞ্চে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পর্যটন মেলার এ বছরের আয়োজন। এক ছাদের নীচে পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্যের পর্যটন দফতরের স্টল, যোগ দেবে বিভিন্ন নামী পর্যটন সংস্থাও। চেনা জায়গায় বেড়াতে যাওয়ার যাবতীয় পরিকল্পনা ছকে দেওয়ার পাশাপাশি আপনার সাধের ছুটির জন্য এক্কেবারে নতুন, অজানা গন্তব্যের হদিস দিতেও হাজির থাকছেন পর্যটন-কর্মী ও ট্র্যাভেল-প্ল্যানারেরা। নানা ট্যুরিস্ট-স্পটের হাল-হকিকতের সঙ্গে থাকছে সেখানকার ছবি, তথ্য-পুস্তিকা সবই। কোথায় কীসে নিষেধাজ্ঞা রয়েছে, কোথায় কোন নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক— হাতের নাগালে হাজির সে সব টিপ্সও।
পায়ের তলায় সর্ষে? আর হাতে খানিক সময়? এই বেলা প্ল্যানটা ছকে ফেলবেন নাকি?