জেলার পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে ঝাড়গ্রামে পর্যটনমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘‘ঝাড়গ্রামকে ট্যুরিজম ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে তুলে ধরতে যা-যা দরকার সেগুলি করা হবে। এলাকাগুলো ঘুরে দেখতে এসেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

দর্শন: চিল্কিগড়ে মন্ত্রী। নিজস্ব চিত্র

জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামকে কেন্দ্র করে ট্যুরিজম সার্কিট গড়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জেলার পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজতে চায় পর্যটন দফতর। কাজ শুরুর আগে রবিবার থেকে ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন শুরু করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, ‘‘ঝাড়গ্রামকে ট্যুরিজম ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে তুলে ধরতে যা-যা দরকার সেগুলি করা হবে। এলাকাগুলো ঘুরে দেখতে এসেছি।’’

Advertisement

বিকেলে চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড়ের রাজপ্রাসাদ ঘুরে দেখেন মন্ত্রী। প্রাচীন বিষ্ণু মন্দিরটির ধ্বংসাবশেষ সংরক্ষণ, ডুলুং নদীর উপর ঝুলন্ত সেতু, রাজ পরিবারের সঙ্গে কথা বলে রাজবাড়ির সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে জেলাশাসক আয়েষা রানিকে নির্দেশ দেন তিনি। জামবনির পরিযায়ী পাখিদের গ্রাম কেন্দুয়ার মজর মিনার তৈরির কথাও বলেন। পরে মন্ত্রী যান জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ও মল্লদেব রাজপরিবারের কুলদেবী সাবিত্রীর মন্দিরে। চিড়িয়াখানায় মন্ত্রী দেখেন, উপযুক্ত শৌচাগার নেই, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই, দর্শকদের জন্য নেই ক্যান্টিন। সমস্যা মেটাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেন মন্ত্রী। চিড়িয়াখানায় প্রবেশপথ আকর্ষণীয় করা, টোটো চালু ও আরও সবুজায়নের পরামর্শও দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন