Trade Unions Strike

ধর্মঘট পিছিয়ে আগামী ৯ জুলাই

দিল্লিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংশ্লিষ্ট সংগঠনগুলির বৈঠকে ঠিক হয়েছে, সাধারণ ধর্মঘট ২০মে-র পরিবর্তে হবে আগামী ৯ জুলাই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ০৮:২৪
Share:

—প্রতীকী চিত্র।

ভারত ও পাকিস্তানের সংঘাত এবং সংঘর্ষ-বিরতির পরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ ধর্মঘট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। দিল্লিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংশ্লিষ্ট সংগঠনগুলির বৈঠকে ঠিক হয়েছে, সাধারণ ধর্মঘট ২০মে-র পরিবর্তে হবে আগামী ৯ জুলাই। কেন্দ্রীয় শ্রমিক নেতৃত্বের তরফে বলা হয়েছে, দেশের মানুষ যখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন, অন্য দিকে কেন্দ্রীয় সরকার তখন শ্রম কোড-সহ শ্রমিক-বিরোধী নানা সিদ্ধান্ত কার্যকর করে চলেছে। কেন্দ্রের বিজেপি সরকারের নীতির প্রতিবাদ ও শ্রমজীবী মানুষের দাবি সামনে রাখার পাশাপাশিই সাম্প্রদায়িকতা, যুদ্ধ-উন্মাদনার বিরুদ্ধে, জাতের লড়াইয়ের বিপরীতে ভাতের লড়াইয়ের কথা বলে ধর্মঘট হবে। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে ধর্মঘটের আগে সর্বত্র প্রচার চালানোর কর্মসূচি নিয়েছে শ্রমিক সংগঠনগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন