বামনগাছিতে রেল অবরোধ।
পর পর তিন দিন। সপ্তাহের শুরু থেকে লাগাতার রেল অবরোধের সাক্ষী থাকল শিয়ালদহ-বনগাঁ শাখা। রেলের প্রশাসনিক সিদ্ধান্তের জেরে সোমবার খড়দহে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তার জের টেনে বুধবারেও শিয়ালদহ-বনগাঁ শাখার দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ থাকল।
ঘটনার সূত্রপাত সোমবার। রেল সিদ্ধান্ত নিয়েছিল, মহিলাদের বিশেষ ট্রেন ‘মাতৃভূমি’ লোকালে এ বার থেকে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। তবে সব কামরায় নয়, রেলের নির্দেশ অনুযায়ী নির্ধারিত কয়েকটি কামরাতেই উঠতে পারবেন তাঁরা। সোমবার সকাল থেকেই পরীক্ষামূলক ভাবে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছিল রেল। আর তার জেরে সোমবার সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিয়ালদহ মেন শাখার খড়দহ স্টেশন। রেল অবরোধ, পুরুষ যাত্রীদের সঙ্গে মহিলা যাত্রীদের গণ্ডগোল, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের পাশাপাশি পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোড়া থেকে শুরু করে উভয় পক্ষের পাথর ছোড়াছুড়ি— বাদ যায়নি কিছুই।
পুরুষ অবরোধকারীদের ছোড়া পাথরের আঘাতে
মাথা ফেটে গিয়েছে এই মহিলা অবরোধকারীর।
এই খণ্ডযুদ্ধের পরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহামাত্র বলেন, ‘‘শিয়ালদহ ডিভিশনের সব ক’টি মাতৃভূমি লোকালে নির্ধারিত কয়েকটি কামরায় পুরুষ যাত্রীরা উঠতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের যদি এ বিষয়ে কোনও অভিযোগ থাকে, তবে তা খতিয়ে দেখা হবে। তবে, এ বিষয়ে অবরোধ কোনও ভাবেই মেনে নেবে না রেল।’’ তবে, ওই দিন বিকেলে রেলের তরফে জানানো হয়, আপ-ডাউন ডাউন মাতৃভূমি লোকালের ক্ষেত্রে সাময়িক ভাবে ওই নির্দেশ প্রত্যাহার করা হল। ওই ট্রেনে আগের মতোই কোনও কামরায় পুরুষ যাত্রীরা উঠতে পারবন না। রেলের সিদ্ধান্ত কেন সার্বিক ভাবে মেনে নেওয়া হবে না, এই দাবিতে বুধবার ফের অবরোধের মুখে পড়ল শিয়ালদহ-বনগাঁ শাখা।
মধ্যমগ্রাম স্টেশনে মোতায়েন পুলিশ।
বুধবার সকালে পুরুষ যাত্রীদের এই অবরোধ শুরু হয় বারাসত ও দত্তপুকুরের মাঝের স্টেশন বামনগাছিতে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে এই অবরোধ এখনও চলছে। অবরোধ চলছে হৃদয়পুর স্টেশনেও। শিয়ালদহ-বনগাঁ শাখার নানান স্টেশনে এই অবরোধে সামিল হয়েছেন পুরুষ ও মহিলা— উভয় পক্ষের যাত্রীরাই। মহিলাদের দাবি, মাতৃভূমি লোকাল ১২ কামরার করতে হবে এবং সেই ট্রেনে পুরুষ যাত্রীরা যাতায়াত করতে পারবেন না। অন্য দিকে, পুরুষ যাত্রীদের দাবি, দরকার হলে মাতৃভূমি লোকাল তুলে দেওয়া হোক, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে রেলের পক্ষপাতিত্ব চলবে না। দুই পক্ষের বাদানুবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেশ কয়েকটি স্টেশন। বিরাটি স্টেশনে ট্রেনের কামরার মধ্যেই মহিলা যাত্রীদের সঙ্গে পুরুষদের হাতাহাতি চলছে। বেশ কয়েকটি স্টেশনে পাথর ছোড়াছুড়ি চলছে দুই পক্ষের মধ্যে। বিক্ষোভের জেরে বন্ধ আছে শিয়ালদহ-বনগাঁ শাখার দুই লাইনেই ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকায় যশোহর রোডের যান চলাচলও প্রভাবিত হয়েছে। যশোহর রোডের তীব্র যানজট নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।
ছবি: সুদীপ ঘোষ।