Train Service Disrupted

রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া শাখায়, আগামী দু’দিন বাতিল বেশ কিছু ট্রেন, জানাল রেল

রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ০১:২৮
Share:

রক্ষণাবেক্ষণের জন্য বাতিল বহু ট্রেন। —ফাইল চিত্র।

আগামী দু’দিন ট্রেন চলাচল ব্যাহত হবে হাওড়া শাখায়। শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল। রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণ(ওএইচই)-এর কাজের জন্য হাওড়া শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল। আগামী ২২ ও ২৩ তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার এই কাজ চালাবে রেল।

Advertisement

রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই দু’দিন উপরোক্ত শাখাগুলিতে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

শনি ও রবিবার যে সব ট্রেন বাতিল করা হয়েছে—

Advertisement

• হাওড়া থেকে: ৩৭৩৬৩, ৩৭২২৯, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৭৯১৫

• বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৭৮৪২, ০৩৫৮৭

• আরামবাগ থেকে: ৩৭৩৬৪

• ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৭৪৯

• নৈহাটি থেকে: ৩৭৫৩৫, ৩৭৫৩৭

• মেমারি থেকে: ৩৭৬৫২

• চন্দনপুর থেকে: ৩৬০৩৪, ৩৬০৩৬

• ডানকুনি থেকে: ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২, ৩২২৩৪, ৩২২৩৬

• শিয়ালদহ থেকে: ৩২৪১১, ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১, ৩২২৩৩, ৩২২৩৫

• বারুইপাড়া থেকে: ৩২৪১২

• রামপুরহাট থেকে: ০৩৫৮৮

• কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৯৭, ০৩০৩৫

• আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬, ০৩০৯৮, ০৩০৩৬

এই দু’দিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য যাত্রীদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে তার জন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন