Train Cancel

চলবে ফুটব্রিজের কাজ, রবিবার হাওড়া-খড়্গপুর শাখায় বহু দূরপাল্লার ট্রেন বাতিল

বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ফুটওভারব্রিজের কাজের জন্য ওই দিন বেলা সওয়া ১১টা থেকে রাত সওয়া ৯টা পর্যন্ত প্রায় দশ ঘণ্টা বন্ধ থাকবে সাঁতরাগাছি স্টেশনের আপ ও মিডল লাইনের ট্রেন চলাচল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ২১:১৯
Share:

সাঁতরাগাছি স্টেশন। ছবি: ফাইল চিত্র।

সাঁতরাগাছিতে নতুন ফুটওভারব্রিজের কাজের জেরে আগামী রবিবার, ২৮ জুলাই বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন।বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ফুটওভারব্রিজের কাজের জন্য ওই দিন বেলা সওয়া ১১টা থেকে রাত সওয়া ৯টা পর্যন্ত প্রায় দশ ঘণ্টা বন্ধ থাকবে সাঁতরাগাছি স্টেশনের আপ ও মিডল লাইনের ট্রেন চলাচল। ওই সময়ে হাওড়া-খড়গপুর শাখায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে ওই লাইনের মোট ১৬টি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে,ডাউন লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। এরই পাশাপাশিকয়েকটি ট্রেনকে স্বল্প দূরত্বে চালানো হবে। কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং শনিবার, ২৭ জুলাই থেকে বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বেতন বৃদ্ধি নিয়ে পার্থর ঘোষণায় ‘বিভ্রান্তি’, অনশনে অনড় প্রাথমিক শিক্ষকরা

যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল: হাওড়া-দিঘা সুপার এসি এক্সপ্রেস, দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস, উদয়পুর-শালিমার এক্সপ্রেস, শালিমার-উদয়পুরএক্সপ্রেস, হাওড়া-আদ্রা প্যাসেঞ্জার এবং হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন