Train service disrupted at Howrah

হাওড়া স্টেশনের একাধিক প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে না! ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দুর্ভোগ যাত্রীদের

রেলের সূত্র জানিয়েছে, হাওড়া স্টেশনের ল রেল ইয়ার্ডের কাছে ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। তার মেরামতির জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সেই কারণে ব্যাহত ট্রেন পরিষেবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:১৫
Share:

ছবি: সংগৃহীত।

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি হাওড়া স্টেশনে। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। তার জেরে শনিবার ভোগান্তি পোহাতে হল যাত্রীদের।

Advertisement

রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ-পূর্ব রেলের কোনও লোকাল ট্রেন ছাড়ছে না। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়্গপুর লোকাল। রেলের সূত্র জানিয়েছে, হাওড়া স্টেশনের ল রেল ইয়ার্ডের কাছে ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। তার মেরামতির জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সেই কারণে আপাতত ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়া হচ্ছে না। অফিস থেকে ফেরার সময় এই ট্রেন পরিষেবা ব্যাহত ক্ষুব্ধ যাত্রীরা।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘সাড়ে ৭টা নাগাদ ঘটনাটা ঘটেছে। যত দ্রুত সম্ভব মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা চেষ্টা করছি আমরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন