West Bengal Police

ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল! ১০৯ জন ইনস্পেক্টরকে বদলির নির্দেশ দিল নবান্ন

চলতি মাসের শুরুতেই রাজ্যে ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি তিন জন ডব্লিউবিপিএস-ও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করল নবান্ন। তালিকায় রয়েছেন আইসি (ইনস্পেক্টর ইন চার্জ) পদমর্যার আধিকারিকও। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বদলির কথা জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুসারে, দক্ষিণ দিনাজপুর থানার গঙ্গারামপুরের আইসি-কে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র ইনস্পেক্টর করে আনা হয়েছে। দার্জিলিং সদর থানার আইসি শুভ্র সান্যালকে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানার আইসি পদে বদলি করা হয়েছে। বারাসত পুলিশ ডিভিশনের আমডাঙা থানার আইসি পদে ছিলেন রাজকুমার সরকার। তাঁকে রানাঘাট পুলিশ ডিভিশনের নাকাশিপাড়ার সার্কল ইনস্পেক্টর করে পাঠানো হয়েছে।

চলতি মাসের শুরুতেই রাজ্যে ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি তিন জন ডব্লিউবিপিএস-ও। এ বার ইনস্পেক্টর পদে এল রদবদল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement