Bus Accidents

বাস দুর্ঘটনায় রাশ টানতে নয়া অ্যাপ আনছে পরিবহণ দফতর, চালকদের গতিবিধি জানবে পুলিশ প্রশাসন

বাসের চালককে বাস পরিষেবা শুরুর আগে এই অ্যাপে লগ ইন করতে হবে। অ্যাপের মাধ্যমেই পুলিশ ও পরিবহণ দফতর যৌথ ভাবে বাসের গতির উপর নজর রাখতে পারবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৪:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাস দুর্ঘটনায় রাশ টানতে নতুন অ্যাপ আনছে পরিবহণ দফতর। সব ঠিকঠাক চললে আগামী শনিবার এই অ্যাপ চালু করা হবে। ধীরে ধীরে বেসরকারি বাসগুলিকেও এই প্রযুক্তির আওতায় আনা হবে। গত কয়েক বছর ধরেই কলকাতা ও শহরতলিতে পথ দুর্ঘটনায় বার বার প্রাণহানির ঘটনা ঘটেছে। বহু ক্ষেত্রে তদন্ত করে দেখা গিয়েছে, বাসের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ। তাই পরিবহণ দফতর ও পুলিশ প্রশাসনের যৌথ আলোচনার ফলস্বরূপ, ‘হোয়ার ইজ় মাই বাস’ থিমকে সামন রেখে নতুন এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটির নাম ‘যাত্রী সাথী ড্রাইভার’।

Advertisement

বাসের চালককে বাস পরিষেবা শুরুর আগে এই অ্যাপে লগ ইন করতে হবে। অ্যাপের মাধ্যমেই পুলিশ ও পরিবহণ দফতর যৌথ ভাবে বাসের গতির উপর নজর রাখতে পারবে। কোনও ক্ষেত্রে যদি বাসের চালক অযথা বাসের গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে বাস চালান, তবে তা সহজেই নজরে আসবে। আবার কোনও দুর্ঘটনা ঘটলে তা বাসের অস্বাভাবিক গতির কারণে ঘটেছে কি না, তা-ও সহজেই জানা যাবে। আপাপত, কলকাতা বিমানবন্দর রুটে চলাচল করা ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি বাসকে নতুন এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধীরে ধীরে কলকাতা ও শহরতলির সব বাসকেই এই অ্যাপের আওতায় আনা হবে। ইতিমধ্যে সরকারি বাস চালকদের পাশাপাশি, বেসরকারি বাসের চালকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে পাটুলি এবং মধ্যমগ্রামে বেসরকারি বাসের চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৪৫ এবং ২২৩ নম্বর রুটের বাসের চালকরা এই প্রশিক্ষণ নিয়েছেন। সিটি সার্বাবান বাস সার্ভিসেসের নেতা টিটু সাহা বলেন, ‘‘আমরাও চাই বাস দুর্ঘটনা বন্ধ হোক। দুর্ঘটনা কমাতে রাজ্য সরকার যে সব পদক্ষেপ করবে, আমরা সহযোগিতা করব। নতুন অ্যাপ চালু করার ক্ষেত্রে যে যে সহযোগিতা পরিবহণ দফতর চেয়েছিল, তা সবই করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement