খিদিরপুর ডকে শুরু হল উপকূলীয় পণ্য পরিবহণ

এমসিপি লন্ডন কলকাতা থেকে ফের চেন্নাই ফিরে গিয়েছে। যাওয়ার সময় নিয়ে গিয়েছে ১১৩টি পণ্যের  বাক্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৯ ০১:৩৪
Share:

চেন্নাইয়ের কাটুপল্লি বন্দর থেকে খিদিরপুর ডকে এসেছিল পণ্যবাহী জাহাজ এমসিপি লন্ডন। —নিজস্ব চিত্র।

উপকূল বরাবর পণ্য পরিবহণে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পথে এক পা বাড়াল কলকাতা বন্দর। সড়ক পথে নয়, চেন্নাইয়ের কাটুপল্লি বন্দর থেকে খিদিরপুরে পণ্য এল জাহাজে করে। এমসিপি লন্ডন নামে বাক্সবন্দি পণ্যবাহী জাহাজটি ৫ জুলাই খিদিরপুরে পৌঁছায়। ১০ বছর পর খিদিরপুর ডকে ফের জাহাজ ভিড়িয়ে পণ্য নামানো শুরু হল।

Advertisement

এমসিপি লন্ডন কলকাতা থেকে ফের চেন্নাই ফিরে গিয়েছে। যাওয়ার সময় নিয়ে গিয়েছে ১১৩টি পণ্যের বাক্স। চেন্নাই থেকে আগামী ১৪ জুলাই আবার কলকাতা আসবে জাহাজটি। নেলোরের কৃষ্ণপত্তনম থেকে যাত্রা শুরু করে চেন্নাই হয়ে জাহাজটি কলকাতায় এসেছে।

বন্দর কর্তারা জানাচ্ছেন, পূর্ব উপকূলে পণ্য পরিবহণে রেল এবং সড়কপথই বেশি ব্যবহৃত হচ্ছে। যদি জলপথে পণ্য আসা শুরু হয় তা হলে খরচ এবং সময় দুই কম লাগবে। সেই যাত্রাই শুরু হল বলে দাবি বন্দর কর্তাদের।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন