Rajiv Gandhi

‘দেশে রাজীব গান্ধীর মতো নেতার প্রয়োজন’, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মান্নানের

বুধবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানো হয়েছে। শুধু কংগ্রেস নেতানেত্রী নয়, দলনির্বিশেষে অনেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৫:২৪
Share:

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। —নিজস্ব চিত্র।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করল হুগলির শ্রীরামপুরের জেলা কংগ্রেস কমিটি। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ জেলা নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে মালা দিয়ে মান্নান জানান, দেশে বর্তমানে যা পরিস্থিতি, তাতে রাজীব গান্ধীর মতো নেতার প্রয়োজন রয়েছে। তাঁর দেখানো পথে চলার অঙ্গীকার করেন সকলে।

Advertisement

বুধবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানো হয়েছে। শুধু কংগ্রেস নেতা-নেত্রী নয়, দলনির্বিশেষে অনেকেই শ্রদ্ধাজ্ঞাপন করেন। রাজীবের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে পোস্ট করেন। নয়াদিল্লিতে রাজীবের স্মৃতিসৌধে অনেক নেতাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। লোকসভার বিরোধী দলনেতা রাহুল তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। রাজীবের ‘অপূর্ণ স্বপ্ন’ পূরণ করাই তাঁর সংকল্প বলে জানান রাহুল। এ ছাড়াও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অজিত পওয়ার— সকলেই রাজীবকে শ্রদ্ধা জানান।

১৯৯১-এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের মৃত্যু হয়েছিল। ১৯৮৪ সালে ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন রাজীব। তিনিই দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement