ভাঙড়ে গুলি তৃণমূল নেতাকে

মোটরবাইকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের ভাঙড়-২ ব্লক সভাপতি ওইদুল ইসলাম। বুধবার রাতে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় ওইদুলকে পিছন থেকে গুলি করা হয়। গুলিটি তাঁর পিঠের ডান দিকে লাগে। ওই রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর গুলি বের করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:৫৪
Share:

মোটরবাইকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের ভাঙড়-২ ব্লক সভাপতি ওইদুল ইসলাম। বুধবার রাতে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় ওইদুলকে পিছন থেকে গুলি করা হয়। গুলিটি তাঁর পিঠের ডান দিকে লাগে। ওই রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর গুলি বের করা হয়।

Advertisement

বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে, পাওয়ার গ্রিড বিরোধী নকশাল নেতারা ঘটনায় যুক্ত থাকতে পারেন বলে তদন্তকারীদের সন্দেহ। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘ঘটনাস্থল থেকে নাইন এমএম কার্তুজের খোল পাওয়া গিয়েছে। তদন্তে কিছু সূত্র পাওয়া গিয়েছে। কিছুটা সুস্থ হলে আক্রান্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’’ জেলা তৃণমূল সভাপতি শোভন চট্টোপাধ্যায় জানান, যেখানে ঘটনাটি ঘটেছে, সেই জায়গাটি ‘আন্দোলনের গ্রাম’ হিসেবে পরিচিত মাছিভাঙা বা খামারআইট থেকে প্রায় পাঁচ-সাত কিলোমিটার দূরে। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement