Forward Bloc

Forward bloc: ফ ব নেতা শ্যামল প্রয়াত

দলের কেন্দ্রীয় কমিটির কোনও বৈঠক বা কেন্দ্রীয় কোনও অনুষ্ঠানে গরহাজির দেখা যেত না অকৃতদার শ্যামলবাবুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ০৯:০১
Share:

ছবি সংগৃহীত।

প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য সম্পাদক ও দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল রায় (৬৯)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় আগরতলার মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন শ্যামলবাবু, যোগ দিয়েছিলেন ছাত্র আন্দোলনে। পরে উত্তর-পূর্বে বাম সংগঠন প্রসারের কাজে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির কোনও বৈঠক বা কেন্দ্রীয় কোনও অনুষ্ঠানে গরহাজির দেখা যেত না অকৃতদার শ্যামলবাবুকে। তাঁর আকস্মিক প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হল বলে শোকবার্তায় জানিয়েছেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও জাতীয় সম্পাদক জি দেবরাজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement