প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। —প্রতীকী চিত্র।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সাধারণ পর্যবেক্ষক শেষমণি পাণ্ডের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করা এবং নিয়ম-বহির্ভূত ভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বাহিনী সিএপিএফ-এর সঙ্গে দফায়-দফায় গোপন বৈঠক করার অভিযোগ তুলল তৃণমূল। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে শেষমণি গণনাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়েও হস্তক্ষেপ করছেন বলেও তাদের অভিযোগ। ইতিমধ্যেই নদিয়ার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক এস অরুণপ্রসাদকে চিঠি দিয়ে ওই পর্যবেক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। যদিও এস অরুণপ্রসাদ শুক্রবার এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে