North Bengal

উত্তরবঙ্গ নিয়ে দিল্লিতে দল: বিজেপির শঙ্করকে উদ্যোগী হতে বললেন স্পিকার, উঠল শুভেন্দু-প্রসঙ্গও

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। সেই সূত্র ধরেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে কেন্দ্রের কাছে প্রতিনিধিদল নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হতে বলেন স্পিকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩০
Share:

(বাঁ দিক থেকে ) শঙ্কর ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। —ফাইল ছবি।

অনেক দিন আগে এক বার ঠিক হয়েছিল, উত্তরবঙ্গের মানুষের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা থেকে সর্বদলীয় প্রতিনিধিদল যাবে। রাজ্যের প্রস্তাবে সেই সময়ে সায় দিয়েছিল প্রধান বিরোধী দল বিজেপিও। কিন্তু তা হয়নি। বিধানসভা অধিবেশনে বুধবার সেই প্রসঙ্গ তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। সেই সূত্র ধরেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে কেন্দ্রের কাছে প্রতিনিধিদল নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হতে বলেন স্পিকার। পাল্টা শঙ্কর বলেন, ‘‘যিনি এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী (বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী), তাঁকে অনৈতিক ভাবে সাসপেন্ড করা হয়েছে।” যদিও স্পিকার সাসপেনশনের বিষয়টি কার্যবিবরণীতে যাবে না বলে নির্দেশ দেন। শঙ্করের মন্তব্যের প্রেক্ষিতে স্পিকার বলেন, “সাসপেনশন প্রত্যাহার চাইলে সঠিক ভাবে আবেদন করুন।”

উল্লেখ্য, উত্তরবঙ্গের বিষয়ে যখন কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধিদলের প্রস্তাব পাশ হয়েছিল, তখন দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দুকে। শঙ্করের জবাব শুনে শোভনদেব অধিবেশনে শিলিগুড়ির বিধায়কের উদ্দেশে বলেন, ‘‘কৌশলে বিষয়টি এড়িয়ে গেলেন। বাংলার মানুষ দেখল, রাজ্যের স্বার্থে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধিদলের যাওয়ার বিষয়টি আপনাদের জন্য সম্ভব হল না। অযথা আপনি বিরোধী দলনেতার কথা তুললেন। আমি আপনার কাছে বার বার জানতে চেয়েছি, কবে যাওয়া হবে? কিন্তু আপনি জানাননি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement