Police Investigation

নেতাদের গলা নকল করে প্রতারণা, ধৃত দুই

পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর ছবি ওয়টস্যাপে দিয়ে এবং তাঁর নাম করে কলকাতা পুরসভার এক বরো চেয়ারম্যানকে ফোন করা হয়েছিল। তাতে ২০ একর জমি বিক্রির টোপ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৬:৫৪
Share:

ধৃতদের নাম শুভজিৎ রায় ও বিক্রম রায়। —প্রতীকী চিত্র।

নেতাদের গলা নকল করে ফোনে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে জমি বিক্রির টোপ দেওয়া হত। তার পরে অগ্রিম বাবদ মোটা অঙ্কের টাকা হাতিয়ে ওই নম্বরের সিম কার্ড নষ্ট করে ফেলা হত। পানিহাটির পুরপ্রধানের নাম করে জালিয়াতির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতারের পরে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।

পুলিশ জানাচ্ছে, ধৃতেরা হল দত্তপুকুরের বাসিন্দা শুভজিৎ রায় ও বিক্রম রায়। শুক্রবার রাতে দত্তপুকুর থেকে দু’জনকে পাকড়াও করেছে খড়দহ থানার পুলিশ। ওই দিন পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর ছবি ওয়টস্যাপে দিয়ে এবং তাঁর নাম করে কলকাতা পুরসভার এক বরো চেয়ারম্যানকে ফোন করা হয়েছিল। তাতে ২০ একর জমি বিক্রির টোপ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানাচ্ছে, ধৃতেরা আগেও জমি বিক্রির নামে জালিয়াতি করেছে। খুব সহজেই তারা বিভিন্ন পুরপ্রধান, পুরপ্রতিনিধিদের গলা নকল করে জমি ব্যবসায়ীদের ফোন করত। জমি সহজে বিক্রির টোপ দিয়ে তাঁদের ডাকা হত। জমি দেখিয়ে টাকা নিয়ে চম্পট দিত ধৃতেরা। বছর কয়েক আগে ঠিক একই রকম ভাবে ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের নাম করে আনন্দপুরী মাঠ বিক্রির প্রতারণায় ওই দুই জন গ্রেফতার হয়েছিল। এ ছাড়াও, মধ্যমগ্রাম, টিটাগড়-সহ বিভিন্ন জায়গায় প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ব্যারাকপুরের উপ নগরপাল (মধ্য) ইন্দ্রবদন ঝাঁ বলেন, ‘‘ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রে আরও কারা জড়িত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন