State News

স্কুলের গেট থেকেই বেপাত্তা দুই পড়ুয়া, বাড়ি থেকে পালানো না কি অপহরণ? ধন্দে পুলিশ

ঋদ্ধির বাবা পেশায় মিষ্টি ব্যবসায়ী দেবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, ইদানীং গৌরবের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা হয়েছিল তাঁর ছেলের। বছর দশেকের গৌরব বালিরই নিশ্চিন্দার বাসিন্দা। তার মা জানান, গত ২০০৮-এ গৌরবকে দত্তক নিয়েছেন তাঁরা। ছেলে বেশ ডানপিটে বলেও জানিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৯:৫১
Share:

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ঋদ্ধির কাঁধে হাত রেখে স্কুল চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে গৌরব। —নিজস্ব চিত্র।

স্কুলের বাইরে থেকে নিখোঁজ হল দুই নাবালক। মঙ্গলবার বেলুড়ের ঘটনা। সারা দিন পুলিশ তল্লাশি চালালেও খোঁজ মেলেনি তাদের। তবে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে দ্বিতীয় শ্রেণির ওই দুই পড়ুয়ার স্কুলব্যাগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, স্কুলে না ঢুকে একসঙ্গে চলে যাচ্ছে তারা। একটি টোটোতেও দেখা গিয়েছে তাদের। এটি অপহরণ না বাড়ি থেকে পালানোর ঘটনা তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ।

Advertisement

ঠিক কী হয়েছিল?

বেলুড় থানার পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বছর আটেকের ঋদ্ধি মুখোপাধ্যায় ও তার বোন তৃষিতা একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। তারা দু’জনেই বেলুড়ের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। ঋদ্ধির জমজ বোন তৃষিতাও ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রোলকল করার সময় ঋদ্ধিকে অনুপস্থিত দেখেন স্কুলের এক শিক্ষক। সে সময়ে তৃষিতা জানায়, বাড়ি থেকে একসঙ্গে বেরলেও ঋদ্ধি স্কুলে ঢোকেনি। বরং তার হাত ছাড়িয়ে বন্ধু গৌরবের সঙ্গে স্কুলের বাইরে ঘুরছিল সে। ঋদ্ধির সঙ্গে সে সময় ক্লাসে অনুপস্থিত ছিল গৌরবও। এ কথা জানার পরই ঋদ্ধির বাড়িতে ফোন করে গোটা ঘটনাটা তার মা-বাবাকে জানান স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে স্কুলে ছুটে আসেন ওই দুই পড়ুয়ার অভিভাবকেরা।

Advertisement

আরও পড়ুন

‘বন্দে মাতরম’ গেয়ে লোক হাসালেন বিজেপি নেতা

ইউপিএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেফতার আইপিএস অফিসার!

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিলেন মমতা

বালির পঞ্চাননতলার বাসিন্দা ঋদ্ধির বাবা পেশায় মিষ্টি ব্যবসায়ী দেবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, ইদানীং গৌরবের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা হয়েছিল তাঁর ছেলের। বছর দশেকের গৌরব বালিরই নিশ্চিন্দার বাসিন্দা। তার মা জানান, গত ২০০৮-এ গৌরবকে দত্তক নিয়েছেন তাঁরা। ছেলে বেশ ডানপিটে বলেও জানিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে বাড়ি থেকে পালিয়ে যায় সে। এর পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর উদ্ধার করে তাকে।

ওই দুই পড়ুয়ার খোঁজে তল্লাশি শুরু করেছে হাওড়ার পুলিশ কমিশনারেট ও বেলুড় থানার পুলিশ। হাওড়া স্টেশনের ১০ নম্বর সাবওয়ে থেকে দুই পড়ুয়ার স্কুলব্যাগ উদ্ধার করেন বেলুড় থানার এক কনস্টেবল। তিনি জানিয়েছেন, ব্যাগ থেকে ঋদ্ধি ও গৌরবের আইডি কার্ড এবং ডায়েরি মিলেছে। ইতিমধ্যেই পুলিশ স্কুল চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, ঋদ্ধি স্কুলবাস থেকে নামার পর অন্য একটি পুলকার থেকে নামছে গৌরব। এর পর ঋদ্ধির কাঁধে হাত রেখে তার সঙ্গে কথা বলতে বলতে স্কুল চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে তারা। অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেলুড়ে একটি টোটোয় চড়ে যাচ্ছে তারা। তাদের সামনেই বসে এক মহিলা। তবে ওই মহিলাই তাদের নিয়ে যাচ্ছে কি না তা স্পষ্ট নয়। এটি অপহরণ না ওই দু’জনে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে তা নিয়েও ধোঁয়াশায় পুলিশ।

স্কুল চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঠিক কী দেখা গেল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন