Buildings Tilt in Howrah

হাওড়াতেও হেলে রয়েছে জোড়া ফ্ল্যাটবাড়ি! ট্যাংরার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আশঙ্কায় বাসিন্দারা

কয়েক দিন আগেই বাঘাযতীনে ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। বুধবার ট্যাংরাতেও হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। একই ছবি হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮
Share:

হেলে পড়েছে দু’টি বহুতল। —নিজস্ব চিত্র।

কয়েক দিন আগেই বাঘাযতীনে ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। বুধবার ট্যাংরাতেও হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। জায়গায় জায়গায় বহুতল হেলে পড়ার ঘটনা নিয়ে আতঙ্কের মধ্যে সেই একই ছবি দেখা গেল হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে। সেখানে একে অপরের দিকে হেলে রয়েছে জোড়া ফ্ল্যাটবাড়ি। শুধু তা-ই নয়, বাড়ি দু’টির উপরের অংশ ঠেকেও গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর ধরেই ওই অবস্থায় রয়েছে বাড়ি দু’টি। এ নিয়ে ভীষণ ভাবে আতঙ্কিত স্থানীয়েরা। যদিও বিষয়টি নিয়ে কোথাও কোনও অভিযোগ দায়ের হয়নি। বাসিন্দারা জানান, সকলে মিলে বৈঠক করে তাঁরা সিদ্ধান্ত নেবেন। আবাসনের বাসিন্দা নীলাঞ্জন বোস বলেন, ‘‘খুবই আতঙ্কিত। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রোমোটারকে বলা হয়েছিল। উনি কর্ণপাতই করেননি।’’

প্রোমোটার তারাচাঁদ বাজাজের দাবি, বারান্দার অংশ বাড়াতে গিয়ে ওই ঘটনায় ঘটেছে। কিন্তু দু’টি বহুতলের ব্যবধান কেন বাড়ানো হল না, সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি।

Advertisement

বহুতলটি বেআইনি বলে দাবি করেছেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বহুতলটি বেআইনি। বাড়ি তৈরির সময়েই ওই ঘটনা ঘটেছিল। কোনও জায়গায় অভিযোগ জানিয়ে কাজ হয়নি।’’ এ ব্যাপারে হাওড়ার পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘‘বিল্ডিং বিভাগের আধিকারিকেরা ওখানে গিয়ে সমীক্ষা করে রিপোর্ট দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement