Anti Nationalist Post

সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট! হুগলি এবং মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

মুর্শিদাবাদেও বহরমপুরের রাঙামাটি চাঁদপাড়া এলাকার বাসিন্দা আসমত শেখ গ্রেফতার হয়েছেন সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২২:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার হুগলির মগড়ায়। ধৃতের নাম মহম্মদ ওয়াকিল। বাঁশবেড়িয়ার কলাবাজারে তাঁর বাড়ি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় মগড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। এর আগে জেলার আরও দু’জনকে একই কারণেই গ্রেফতার করা হয়েছিল।

মুর্শিদাবাদেও বহরমপুরের রাঙামাটি চাঁদপাড়া এলাকার বাসিন্দা আসমত শেখ গ্রেফতার হয়েছেন সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে।

Advertisement

সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট করে গ্রেফতার পূর্ব বর্ধমানের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মিলন শেখ। তিনি গুসকরার দাঁইহাট মোকামপাড়ার বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত। খুশিতে এটা নাগিন ড্যান্স দেওয়া যাক।’’ দু’দিন আগে করা সেই ফেসবুক পোস্টের ভিত্তিতেই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

সমাজমাধ্যমে দেশবিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বনগাঁতেও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজেন শেখ। তাঁকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। বনগাঁ মহকুমা আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ‘‘রাজেন শেখ নামে এক যুবক সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করায় বনগাঁ থানার পুলিশ ওকে গ্রেফতার করেছে । দেশবিরোধী পোস্ট করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’’

গত সপ্তাহে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের দাঁইহাট শহরের পাইকপাড়ার যুবক সরিফ শেখের বিরুদ্ধে। অভিযুক্ত সরিফ বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তিনি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানোর পর মুম্বই পুলিশ সরিফকে আটক করে। তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করে আনতে কাটোয়া পুলিশের একটি দল মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement