Drown

মকর সংক্রান্তিতে পুণ্যস্নানে নেমে অজয় নদে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর! মেলেনি খোঁজ

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে গিয়েছিল পুণ্যস্নানের জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২২:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যস্নানে অজয় নদে ডুব দিয়েছিল দুই কিশোর। কিন্তু তার পর থেকে তাদের আরও কোনও খোঁজ নেই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরের ঘটনা। স্থানীয় সূত্রে অজয় নদে তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম রাহুল রাই এবং শুভম মণ্ডল। তাদের বয়স যথাক্রমে ১৫ এবং ১৭ বছর। দু’জনের দেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে গিয়েছিল পুণ্যস্নানের জন্য। নদীর পারে জামাকাপড় রেখে গামছা পরে চার জন স্নানে নামে। কিন্তু তার পরেই রাহুল এবং শুভম নামে দুই কিশোর তলিয়ে যায়। তাদের বন্ধুরা জানিয়েছে, ওই দু’জন সাঁতার জানত না। অন্য দিকে, স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও ঘটনার পর এক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে কোনও উদ্ধারকারী দল সেখানে পৌঁছোয়নি। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান কয়েক জন।

অজয়ে তলিয়ে যাওয়া দুই কিশোরের বাড়ি দুর্গাপুর থানার চাষিপাড়া এলাকায়। তাদের বন্ধু দেবাশিস সান্যালের কথায়, ‘‘আমাদের দামোদর নদে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুরা ঠিক করি জয়দেব মেলায় যাব। সেই মতো আমরা মঙ্গলবার জয়দেব মেলায় যাই। সেখান থেকে বন্ধুরা অজয় নদে গিয়েছিলাম স্নান করব বলে। স্নানে নামার কিছু ক্ষণ পরেই ‘বাঁচাও-বাঁচাও’ করে চিৎকার করে ওঠে দুই শুভম ও রাহুল। সাঁতার-না জানায় আমিও ঝাঁপ দিয়ে উদ্ধার করতে পারিনি। তার মধ্যে আমার দুই বন্ধু অজয়ের জলে তলিয়ে যায়।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, দুই কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দু’জনকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement