Maoist

ভোট গণনার আগের দিনই ঝাড়গ্রাম থেকে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার

শনিবার সকালে বিনপুর থানার চাঁদাবিলা, মাধবপুর-সহ কয়েকটি এলাকা থেকে ৪-৫টি পোস্টার পাওয়া যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম ও মেদিনীপুর শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৪:৪৮
Share:

বিনপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। নিজস্ব চিত্র

রাজ্যের বিধানসভার ফল বেরোবে রবিবার। ঠিক তার আগের দিন অর্থাৎ শনিবার মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল ঝাড়গ্রামের বিনপুর থেকে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বিনপুর থানার চাঁদাবিলা, মাধবপুর-সহ কয়েকটি এলাকা থেকে ৪-৫টি পোস্টার পাওয়া যায়। সব ক’টি পোস্টারই লালকালিতে ছাপানো। ‘দেশের উন্নয়নের অর্থ আত্মস্যাৎ করা যাবে না’, ‘আদিবাসীদের বিভক্ত করা যাবে না’— এমন মোট ১০ দফা দাবির কথা লেখা রয়েছে ওই পোস্টারগুলিতে।

পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘ওই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামে এখনও পর্যন্ত মাওবাদীদের অস্তিত্ব নজরে আসেনি। এই সময়ে ওই পোস্টারগুলি ভয় দেখাতে দেওয়া হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন