জলের সঙ্কট নিয়ে সরব উমা

এলাকায় তিনটি নদ-নদী রয়েছে। তা সত্ত্বেও ফি বছর জলের সঙ্কটে ভোগেন স্থানীয় বাসিন্দারা। কুলটি ও আসানসোলে ভোটের প্রচারে এসে সে নিয়েই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০২:৩২
Share:

কুলটিতে উমা ভারতী।

এলাকায় তিনটি নদ-নদী রয়েছে। তা সত্ত্বেও ফি বছর জলের সঙ্কটে ভোগেন স্থানীয় বাসিন্দারা। কুলটি ও আসানসোলে ভোটের প্রচারে এসে সে নিয়েই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। শিল্পাঞ্চলের বিজেপি প্রার্থীদের সমর্থনে দুই শহরে এ দিন দু’টি সভা করেন উমা ভারতী। তিনি বলেন, ‘‘আমি এসেই শুনেছি, এখানে প্রবল জলসঙ্কট আছে। অথচ এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে বরাকর, দামোদর ও অজয় নদ। এখন নির্বাচনী আচরণবিধি রয়েছে। সে দিকে লক্ষ রেখেই জানাচ্ছি, অপেক্ষা করুন, এই তিন নদীর জল একত্র করে জলের সমস্যা মেটাব। নতুন সরকার তৈরি হোক, আমি নিজেই প্রস্তাব চেয়ে পাঠাব।’’ কেন্দ্রীয় মন্ত্রী এ দিন জানান, গোটা দেশ জুড়ে তাঁর মন্ত্রক প্রায় ২১টি নদীর জল একত্র করে জল সমস্যা সমাধানের ব্যবস্থা হচ্ছে। তিনি জানান, ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’-এর কাজ আগামী অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। ২০১৮-এর মধ্যে তা শেষ হবে।

Advertisement

নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement