বধূর অস্বাভাবিক মৃত্যু

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়। মৃত গৃহবধূর নাম মিতা মণ্ডল (২২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ০১:২০
Share:

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়। মৃত গৃহবধূর নাম মিতা মণ্ডল (২২)। পুলিশ জানিয়েছে, উলুবেড়িয়ার কুশবেড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই মহিলাকে মঙ্গলবার ভোরে অসুস্থ অবস্থায় ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মিতাদেবীর বাপের বাড়ির লোকের বক্তব্য, মঙ্গলবার ভোরে শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাঁদের জানানো হয় যে মিতা আত্মহত্যার চেষ্টা করেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে তাঁরা গিয়ে মিতাদেবীকে মৃত অবস্থায় দেখেন। তাঁদের অভিযোগ, শ্বশুরবাড়িতে মারধর করে মিতাদেবীকে মেরে ফেলা হয়। অভিযোগ পেয়ে পুলিশ মিতাদেবীর স্বামী রানা মণ্ডল এবং শ্বশুর বিজেন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে। অপর দুই অভিযুক্ত শাশুড়ি এবং দেওর পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement