আলোচনায় সমস্যার কোনও সুরাহা হয়নি। তাই ট্রাক ধর্মঘটে অনড় থাকছে মালিকদের সংগঠন।
দুর্ঘটনাজনিত বিমার প্রিমিয়াম নিয়ে কেন্দ্রীয় বিমা নির্ধারক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি বা আইআরডিএ-র সঙ্গে সোমবার আলোচনায় বসেছিল ট্রাক-মালিক সংগঠন। সেই সংগঠন সূত্রের খবর, আলোচনা করেও বিমার প্রিমিয়াম কমেনি। তাই ট্রাক ধর্মঘট চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর।
১ এপ্রিল থেকে দেশ জুড়ে ট্রাক ধর্মঘট চলছে। ট্রাক-মালিকদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া কনফেডারেশন অব গুডস ভেহিক্ল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্না রেড্ডি জানান, আলোচনা ফলপ্রসূ না-হওয়ায় অনির্দিষ্ট কালের ট্রাক ধর্মঘটের ডাক বহাল থাকছে।
তবে মেছুয়া ফল ব্যবসায়ী এবং পোস্তা বাজার ব্যবসায়ী সংগঠনের দাবি, ট্রাক ধর্মঘটে তাঁদের ব্যবসার অসুবিধা হচ্ছে না। যদিও হাওড়া মাছ ব্যবসায়ী সংগঠনের পক্ষে অতুলচন্দ্র দাস জানান, ট্রাক ধর্মঘটের জেরে মাছের দাম প্রতি কিলোগ্রামে কুড়ি টাকা বেড়েছে। ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সজল ঘোষ জানান, ট্রাকের ধাক্কায় মৃত্যু হলে বা গুরুতর জখম হলে বিমা সংস্থা ক্ষতিপূরণ দেয়। তা দেওয়া হয় দুর্ঘটনাজনিত বিমার প্রিমিয়ামের টাকায়। সেই প্রিমিয়াম ১১ হাজার টাকা বাড়ানো হয়েছে। তা কমানোর দাবিতেই এই ধর্মঘট।