SSC Recruitment Case

সব ‘দাগি‌ অযোগ্য’কেই বাদ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল এসএসসি, এত মামলা কেন? বিরক্ত দুই বিচারপতি

শনিবার ১,৮০৬ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাঁদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ডও পরে বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, এক জন দাগিও যাতে নতুন নিয়োগে অংশ নিতে না পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনি ভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই বিষয়টি সোমবার শীর্ষ আদালতে জানিয়ে দিল তারা।

Advertisement

শনিবার ১,৮০৬ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাঁদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ডও পরে বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, এক জন দাগিও যাতে নতুন নিয়োগে অংশ নিতে না পারেন। তা মেনেই এই পদক্ষেপ করেছিল কমিশন। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এসএসসি-র কাছে জানতে চান, সব ‘দাগি অযোগ্য’কে বাদ দেওয়া হয়েছে তো? জবাবে এসএসসি-র আইনজীবী বলেন, ‘‘হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে।’’

এসএসসি মামলায় একই বিষয় নিয়ে একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তিও প্রকাশ করেছে দুই বিচারপতির বেঞ্চ। দুই বিচারপতিরই মন্তব্য, ‘‘একই বিষয়ে এত মামলা কেন? প্রতি দিন একই বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সব বিষয় বিবেচনা করেছি।’’

Advertisement

স্নাতক এবং স্নাতকোত্তরস্তরে ন্যূনতম নম্বর নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশেও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। পাশাপাশিই এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাও খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। তাঁরা বলেন, ‘‘নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সব বিষয় বিবেচনা করা হয়েছে। দাগি অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement