রুক্ষ জমির ফসল তুলতে নতুন প্রকল্প ঊষরমুক্তি

পঞ্চায়েতের ‘ফসল’ ঘরে তুলতে রুক্ষ জমিতে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তা ‘সবুজ’ করতে ‘ঊষরমুক্তি’ প্রকল্প হাতে নিয়েছে পঞ্চায়েত দফতর। এপ্রিল থেকে তা বাস্তবায়িত হতে চলেছে। ওই প্রকল্পে আগামী চার বছরে ৩০০ কোটি করে মোট ১২০০ কোটি টাকা খরচ হতে পারে বলে প্রাথমিক ভাবে স্থির হয়েছে।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৪
Share:

পঞ্চায়েতের ‘ফসল’ ঘরে তুলতে রুক্ষ জমিতে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তা ‘সবুজ’ করতে ‘ঊষরমুক্তি’ প্রকল্প হাতে নিয়েছে পঞ্চায়েত দফতর। এপ্রিল থেকে তা বাস্তবায়িত হতে চলেছে। ওই প্রকল্পে আগামী চার বছরে ৩০০ কোটি করে মোট ১২০০ কোটি টাকা খরচ হতে পারে বলে প্রাথমিক ভাবে স্থির হয়েছে।

Advertisement

রুক্ষ মাটিতে জলের ব্যবস্থা করে সেখানে সারা বছর চাষের উপযোগী করতে পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লকের ৪৭২টি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ‘ঊষরমুক্তি’ প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘অনুর্বর জমিতে সারা বছর চাষের জল দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে।’’

‘ঊষরমুক্তি’র সবিস্তার প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। একশো দিনের কাজ প্রকল্পের টাকা থেকেই এই কাজ করছে পঞ্চায়েত দফতর। রাজনীতির কারবারিদের একাংশের মতে, ‘ঊষরমুক্তি’র মাধ্যমে রুক্ষ জমিতে সবুজের ব্যবস্থা করে আদতে জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে জয় সুনিশ্চিত করতে চাইছে শাসক দল। মে-জুনে পঞ্চায়েত ভোটের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দফতরের কর্তাদের বক্তব্য, একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement