খেলা ঘিরে গন্ডগোল গয়েশপুরে, গুলিবিদ্ধ বৃদ্ধা

খেলা হচ্ছিল মাঠে। গুলিবিদ্ধ হলেন এক মহিলা। যাঁর বয়স সত্তরেরও বেশি। মাঠের লড়াই শেষ হতে না-হতেই দুই স্থানীয় ক্লাবের কর্মী-সমর্থকদের মধ্যে বেঁধে গেল ধুন্ধুমার লড়াই। তার পরে হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৩
Share:

খেলা হচ্ছিল মাঠে।

Advertisement

গুলিবিদ্ধ হলেন এক মহিলা। যাঁর বয়স সত্তরেরও বেশি।

মাঠের লড়াই শেষ হতে না-হতেই দুই স্থানীয় ক্লাবের কর্মী-সমর্থকদের মধ্যে বেঁধে গেল ধুন্ধুমার লড়াই। তার পরে হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তি। মুড়ি-মিছরির মতো বোমা পড়ল। চলল গুলি। পায়ে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়লেন এক বৃদ্ধা। কার্যত, রণক্ষেত্র হয়ে উঠল গোটা চত্বর। পরে পুলিশ মোতায়েন করা হলেও, সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

এ দিন সকালে ঘটনাটি ঘটেছে গয়েশপুর পুরসভার মিত্র কলোনিতে। পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি মাঠে দিন-রাতের ফুটবল টুর্নামেন্ট চলছিল। একটি ‘গোল’ নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। হাতাহাতি শুরু হয়েছিল মাঠেই। পরে তা ছড়িয়ে পড়ে রাস্তায়। গণ্ডগোলের আওয়াজ শুনে বাড়ির বারান্দায় বেরিয়ে এসেছিলেন বৃদ্ধা। দুষ্কৃতীরা তখন গুলি-বোমা ছুড়তে ছুড়তে রাস্তা ধরে ছুটছিল। সেই সময়েই গুলি এসে লাগে তাঁর পায়ে। তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement