Visva Bharati

Calcutta High Court: ছন্দে ফিরুক বিশ্বভারতী, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কর্তৃপক্ষ

এসএফআই-সহ একাধিক সংগঠন ওই আন্দোলনে ধীরে ধীরে যোগ দিচ্ছে। উপাচার্যের বিরুদ্ধে চলা ওই আন্দোলনে বৃহস্পতিবার যোগ দিতে পারে তৃণমূল ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ২০:২৫
Share:

নিজস্ব চিত্র


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কর্তৃপক্ষ। বুধবার উচ্চ আদালতে তাঁদের আবেদন, বিশ্বভারতীর পরিস্থিতি যাতে ফের স্বাভাবিক ছন্দে ফেরে তা নিশ্চিত করুক আদালত। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement


বেশ কয়েক দিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন জারি রেখেছেন পড়ুয়ারা। উপাচার্যের বাসভবন অবরোধ করে চলছে বিক্ষোভ। এসএফআই-সহ একাধিক ছাত্র সংগঠন ওই আন্দোলনে ধীরে ধীরে যোগ দিচ্ছে। উপাচার্যের বিরুদ্ধে চলা ওই আন্দোলনে বৃহস্পতিবার যোগ দিতে পারে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। আগেই নিরাপত্তার অভাব বোধ করে পুলিশি সুরক্ষা নিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কিন্তু বিশ্বভারতীর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করছেন কর্তৃপক্ষ। তারই প্রেক্ষিতে তাঁরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।


Advertisement

পুলিশ নিয়োগ করে ক্যাম্পাসের পরিস্থিতি যাতে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেই আবেদন করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। উচ্চ আদালতে তাঁদের আর্জি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যাতে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয় রাজ্য সরকার, সেই নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি, পরিস্থিতি শান্ত করতে পুলিশকেও সক্রিয় ভূমিকা নিতে বলুক আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন