HS Examination 2023

উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ল, শেষ তারিখ কবে? জানিয়ে দিল সংসদ

একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের তালিকা এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টে প্রাপ্ত নম্বরের তালিকা স্কুলগুলির তরফে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ২০:০৪
Share:

প্রজেক্টে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর জমা দেওয়ার সময়সীমা কিছুটা বাড়ল। ফাইল ছবি।

উচ্চ মাধ্যমিকের প্রজেক্টে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর জমা দেওয়ার সময়সীমা কিছুটা বাড়ল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা করেছে। বলা হয়েছে, প্রজেক্টের নম্বর জমা দেওয়া যাবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে।

Advertisement

বস্তুত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের তালিকা এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টে প্রাপ্ত নম্বরের তালিকা স্কুলগুলির তরফে সংসদে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর।

সোমবার সংসদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীদের স্বার্থে এই তালিকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, দুই তালিকাই জমা দিতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।

Advertisement

সংসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়ারা আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে অনলাইনে জমা দিতে পারবে। তবে সে ক্ষেত্রে দেরি করে রেজিস্ট্রেশনের জন্য বাড়তি জরিমানা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement