Weather

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা

এ দিন সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল শহর কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৯:৩১
Share:

বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।—ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় বইতে পারে বলেও জানানো হয়েছে।

Advertisement

রবিবার সন্ধ্যার পর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও জানানো হয়েছে।

এ দিন সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল শহর কলকাতায়। রোদও ছিল চড়া। তবে বিকেলের পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা।

Advertisement

আরও পড়ুন: কেরলে রাহুলের হার নিশ্চিত করতে ঝাঁপাবে বামেরা, হুঁশিয়ারি কারাটের​

(দুই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, 'বাংলার' খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement