দক্ষিণে খটখটে গরম, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

দক্ষিণবঙ্গে যখন পারদের ঊর্ধ্বসীমা বাড়ছে, সে সময়ই উত্তরবঙ্গে একেবারে বিপপীত ছবি দেখা যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১২:৫২
Share:

সাতসকালেই শিলিগুড়ি ছেয়ে গেল গাঢ় অন্ধকারে। ছবি: সংগৃহীত।

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জনজীবন।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও বা ঝোড়ো হাওয়ার দাপটে কাঁচাবাড়ি ভেঙে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। দক্ষিণবঙ্গে যখন পারদের ঊর্ধ্বসীমা বাড়ছে, সে সময়ই উত্তরবঙ্গে একেবারে বিপরীত ছবি দেখা যাচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। ওই সমস্ত জায়গায় উপড়ে পড়া গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ঝোড়ো হাওয়ার জেরে রাস্তার ধারে হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স ভেঙে পড়েও বিপত্তি ঘটেছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রবল ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে শিলিগুড়িতে। ছবি: সংগৃহীত।

তবে এই বিপত্তি এখনই কমবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আরও ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করেছেন আবহবিদরা। একই সঙ্গে দুই দিনাজপুর এবং মালদহেও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন তাঁরা। এ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: ভারতীর অতীতই কাঁটা, মালুম প্রথম প্রচারে

আরও পড়ুন: ‘ওঁর পরিবারের সততা নেই কেন?’ মমতাকে আক্রমণ বিজেপির

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর স্বামী কেন কেন্দ্রীয় বাহিনীর ‘দায়িত্বে’

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেবাংলায় খবরজানতে পড়ুন আমাদেররাজ্যবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement