Weather Forecast

কলকাতায় ১৯-এ নামল পারদ, শীতের আমেজ দার্জিলিঙে

এ বার শীতেও তুষারপাতের আশায় পাহাড়বাসী। যদিও আগামী সপ্তাহের মাঝামাঝি ফের কিছুটা পারদ চড়তেও পারে বলে অনুমান করছেন আবাহওয়া বিজ্ঞানীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৫:২৩
Share:

আকাশ মেঘমুক্ত হওয়ার কারণে কলকাতায় আগামী দু’দিনও তাপমাত্রা নিম্নমুখীই থাকবে। ছবি: শাটারস্টক।

আরও নামল কলকাতার তাপমাত্রা। কার্তিক মাসের শেষে ভোরের দিকে ভালই ঠান্ডা মালুম হতে শুরু করেছে। বেশ কয়েকটি জেলায় ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে পারদ ঘোরাফেরা করছে। সমতলের পাশাপাশি পাহাড়ে ধীরে ধীরে কামড় বসাতে শুরু করেছে শীত। শৈলশহর দার্জিলিঙের তাপমাত্রা গত কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমেছে। পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। এ বার শীতেও তুষারপাতের আশায় পাহাড়বাসী। যদিও আগামী সপ্তাহের মাঝামাঝি ফের কিছুটা পারদ চড়তেও পারে বলে অনুমান করছেন আবাহওয়া বিজ্ঞানীরা।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশেই রয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতায় ছিল রোদ ঝলমলে আকাশ। আর্দ্রতার পরিমাণও অনেকটাই কম। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৩২ শতাংশের কাছাকাছি থাকার ফলে বেলাতেও অস্বস্তি মনে হচ্ছে না। আকাশ মেঘমুক্ত হওয়ার কারণে আগামী দু’দিনও তাপমাত্রা নিম্নমুখীই থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছু দিন সময় লাগবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

এ দিকে পাহাড়ে শীতের পোশাক সঙ্গী হয়ে উঠেছে। পর্যটকদেরও ভিড় বাড়ছে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং ১২. ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমেছে। আগামী কয়েক দিনে আরও নামতে পারে পারদ।

Advertisement

আরও পড়ুন: মমতাই ফিরবেন, হোম মিনিস্টার একটুও হোমওয়ার্ক করে আসেননি: তৃণমূল

আরও পড়ুন: ৮ বছরের ছেলেকে রাস্তায় আছাড় মুর্শিদাবাদে, সিসিটিভিতে ফুটেজে স্পষ্ট গোটা ঘটনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন