রাজ্যপালের বক্তৃতা আজ, বাজেট কাল

রাজ্যপালের এই বক্তৃতার বয়ান রাজ্য সরকারের তৈরি করে দেওয়া। বিরোধীদের অভিযোগ, রাজ্যপালের ভাষণে স্বাভাবিক ভাবেই রাজ্যের ‘প্রকৃত’ অবস্থার কথা থাকবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ০৩:২৫
Share:

কেশরীনাথ ত্রিপাঠী।

রাজ্যপালের বক্তৃতা দিয়ে আজ, মঙ্গলবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যের সার্বিক পরিকাঠামো, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের চিত্রটা কেমন, তা নিয়ে আজ বেলা ১টায় বক্তৃতা করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

Advertisement

কিন্তু রাজ্যপালের এই বক্তৃতার বয়ান রাজ্য সরকারের তৈরি করে দেওয়া। বিরোধীদের অভিযোগ, রাজ্যপালের ভাষণে স্বাভাবিক ভাবেই রাজ্যের ‘প্রকৃত’ অবস্থার কথা থাকবে না। সাম্প্রতিক একের পর এক ধর্ষণ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যু বা শিলিগুড়িতে নাবালিকা ধর্ষণ ও খুন, বিরোধীদের উপর হামলা এবং সোমবারের উপনির্বাচনকে যেভাবে শাসক দল প্রহসনে পরিণত করেছে, তার প্রতিফলন রাজ্যপালের ভাষণে থাকবে না বলেই বিরোধীরা মনে করছে। এ জন্য বিধানসভার ভিতরে, বাইরে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিরোধী বাম, কংগ্রেস। প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে বিধানসভা কক্ষে প্রতিবাদ করবে বিরোধীরা। কিন্তু বাম বা কংগ্রেসের সঙ্গে একমত হলেও রাজ্যপালের বিরোধিতা করতে পারবে না বিজেপি। কারণ, এ রাজ্যের সাংবিধানিক প্রধান আদতে কেন্দ্রের মনোনীত। বিজেপি তাই বাজেট অধিবেশনে বিরোধিতার সুর চড়াবে বলে ঠিক করেছে। আগামিকাল, বুধবার রাজ্য বাজেট। প্রতিবাদ করবে বাম, কংগ্রেসও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন