West Bengal

WB Bypoll: বিকেল ৫টা পর্যন্ত দুই কেন্দ্রে ৭৫ শতাংশের বেশি ভোট, পিছিয়ে দিনহাটা এবং খড়দহ

সাধারণত কলকাতা এবং লাগোয়া শহরাঞ্চলে ভোটের হার গ্রামীণ এলাকার চেয়ে তুলনামূলক ভাবে কম হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৪:১০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিকেল ৫টার মধ্যেই রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ৭৫ শতাংশ পেরিয়ে গেল। তবে উত্তর ২৪ পরগনার খড়দহে ভোট পড়েছে ৬০ শতাংশের সামান্য বেশি। অন্য দিকে, কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তা প্রায় ৭০ শতাংশ।

শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হারে শীর্ষে রয়েছে নদিয়ার শান্তিপুর। ওই কেন্দ্রে ৭৬.১৪ শতাংশ ভোট পড়েছে। এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। সেখানে ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ।

Advertisement

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্রে ৬৯.৯৭ শতাংশ ভোট পড়েছে। উত্তর ২৪ পরগনার খড়দহে ভোট শতাংশ ৬৩.৯০।

সাধারণত কলকাতা এবং লাগোয়া শহরাঞ্চলে ভোটের হার গ্রামীণ এলাকার চেয়ে তুলনামূলক ভাবে কম হয়। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও সেই প্রবণতাই স্পষ্ট হল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন