BJP

তৃণমূল-বাম-কংগ্রেস হাত মেলালেও চাই ২৫ আসন, দলকে বার্তা দিলীপের

অমিত শাহ রাজ্য সফরে এসে বার্তা দিয়ে গিয়েছিলেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২২টি আসন পেতে হবে। তার থেকে আরও কয়েক ধাপ এগিয়ে শুক্রবার মাহেশ্বরী সদনের ওই বৈঠকে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, এ রাজ্য থেকে ২৫টি আসন জিততে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৯
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল, বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়তে পারে— এমনটা ধরে নিয়েই প্রস্তুত হতে হবে। দলকে বার্তা দিলীপ ঘোষের। যদি হাত মিলিয়েও লড়ে ওই তিন দল, তা হলেও বাংলা থেকে ২৫ আসন তুলতে হবে। শুক্রবার দলের রাজ্য কমিটির পদাধিকারী বৈঠকে এমনই লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন রাজ্য বিজেপির সভাপতি। দেশে যে পাঁচটি রাজ্যে সবচেয়ে ভাল ফল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম বলে নিজের উদ্বোধনী ভাষণে জানিয়েছেন দিলীপ ঘোষ।

Advertisement

অমিত শাহ রাজ্য সফরে এসে বার্তা দিয়ে গিয়েছিলেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২২টি আসন পেতে হবে। তার থেকে আরও কয়েক ধাপ এগিয়ে শুক্রবার মাহেশ্বরী সদনের ওই বৈঠকে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, এ রাজ্য থেকে ২৫টি আসন জিততে হবে। তিনি বলেন, ‘‘২০১৯-এ মোদী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছেন, তা এক প্রকার নিশ্চিত। এই রাজ্য থেকে যেন ২৫টি লোকসভা আসন জিতে উপহার দেওয়া হয় তাঁকে। কারণ, দেশের মধ্যে যে পাঁচটি রাজ্যকে বিশেষ ভাবে নির্দিষ্ট করা হয়েছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম।’’

দিলীপবাবু ওই বৈঠকে রাজ্য কমিটির পদাধিকারীদের জানান, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল-বাম-কংগ্রেস একজোট হয়ে লড়তে পারে। তিনি বলেন, ‘‘সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে পারে। ওরা সব মিলিয়ে যে ভোট পাবে, আমাদের তার থেকেও বেশি ভোট পেয়ে ২৫টি আসন দখল করতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: সরকারি অফিসে যান, মাইনেও পান, বেকার হতে চলেছেন এমন ১৭,৫০০ অবৈধ কর্মী!

রাজ্যে তৃণমূলের বিকল্প হিসাবে সাধারণ মানুষ যাতে বিজেপিকেই বেছে নেয়, সেই কথা মাথায় রেখে পুজোর পর থেকেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে কাজ শুরু করতে হবে বলে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করেছেন বিজেপি কর্মীরা, সেই ভাবেই আগামী দিনে বিজেপি কর্মীদের লড়াই ও প্রতিরোধ চালিয়ে যেতে হবে।’’

আরও পড়ুন: বাড়ছে গঙ্গার জল, মালদহের পরিস্থিতির আঁচ পাবেন এই ভিডিয়োয়

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন