আমলাদের ‘ভূমিকা’ নিয়ে বিজেপি যাচ্ছে নির্বাচন কমিশনে

পশ্চিমবঙ্গে প্রশাসনের একাংশ ‘পক্ষপাতদুষ্ট’, এই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আজ, সোমবার দেখা করবেন কমিশনের আধিকারিকদের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০৩:১৫
Share:

—ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে প্রশাসনের একাংশ ‘পক্ষপাতদুষ্ট’, এই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আজ, সোমবার দেখা করবেন কমিশনের আধিকারিকদের সঙ্গে। বাংলার পুলিশ-প্রশাসনের কিছু আধিকারিকের ‘ভূমিকা’ নিয়ে রিপোর্ট দেওয়া হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছেও।

Advertisement

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের বক্তব্য, ‘‘পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি, কী ভাবে গণতন্ত্রকে খুন করা হয়েছে। পুলিশ এবং আমলাদের একাংশ কার্যত শাসক দলের ধ্বজাধারীর ভূমিকা পালন করেছে। কোন কোন আমলা এবং পুলিশ শাসক দলের কথায় চলছে, তার একটি তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনে তা জমা দেওয়া হবে।’’ সূত্রের খবর, বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

কিন্তু নির্বাচনের এত দিন আগে কেন এমন তালিকা জমা দেওয়া হচ্ছে? বিজেপির বক্তব্য, ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করে। বেশ কিছু রদবদলও হয়। সে কারণেই আগাম রাজ্য প্রশাসনের ‘চিত্র’টি তাদের কাছে স্পষ্ট করে দিতে চাইছে বিজেপি।

Advertisement

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য পাল্টা বলেছেন, ‘‘রাজ্য প্রশাসনের আধিকারিকদের উপরে মানসিক চাপসৃষ্টির জন্য এমন প্রয়াস বিজেপির। যারা নিজেরাই সিবিআই, আরবিআই-কে কুক্ষিগত করেছে, নির্বাচন কমিশনেও কর্তৃত্ব বিস্তারের চেষ্টা করেছে, তাদের মুখে এমন অভিযোগ মানায় না! রাজ্যের আধিকারিকদের প্রতি চূড়ান্ত অসম্মানজনক বিজেপির আচরণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement