বাবুল ও যোগ অনুষ্ঠানে না রাজ্যের

বাঁকুড়ার অনুষ্ঠানের আয়োজক ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ (এনটিপিসি)-কে মঙ্গলবার চিঠি দিয়ে মহকুমাশাসক (বাঁকুড়া সদর) অসীমকুমার বালা জানিয়েছেন, বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে জেলা পরিষদের নির্মল বাংলা মিশন প্রকল্পের অনুষ্ঠান রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও বাঁকুড়া শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০৩:৩৫
Share:

কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র বিভিন্ন অনুষ্ঠানের অনুমতি ‘দুরভিসন্ধি নিয়ে’ শেষ মুহূর্তে বাতিল করা হচ্ছে বলে অভিযোগ উঠল রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের ‘সব কা সাথ, সব কা বিকাশ’ অনুষ্ঠানের জন্য বাঁকুড়ার রবীন্দ্র ভবন ব্যবহারের অনুমতি শেষ মুহূর্তে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বিজেপি-র সরকারি কর্মচারী পরিষদকেও স্বাস্থ্য ভবনে যোগ দিবস পালনের অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। বিজেপি-র অভিযোগ, দুই ক্ষেত্রেই নবান্নের চোখ রাঙানির ভয়ে প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসন অবশ্য দু’টি ঘটনাতেই অনুমতি না দেওয়ার কারণ দেখিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীদের চিঠি দিয়েছে।

Advertisement

বাঁকুড়ার অনুষ্ঠানের আয়োজক ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ (এনটিপিসি)-কে মঙ্গলবার চিঠি দিয়ে মহকুমাশাসক (বাঁকুড়া সদর) অসীমকুমার বালা জানিয়েছেন, বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে জেলা পরিষদের নির্মল বাংলা মিশন প্রকল্পের অনুষ্ঠান রয়েছে। তাই কেন্দ্রের ওই অনুষ্ঠানের জন্য সে দিন রবীন্দ্র ভবন ভাড়া দেওয়া যাচ্ছে না। এনটিপিসি ফারাক্কা ইউনিটের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশন) শৈবাল ঘোষ জানান, এই পরিস্থিতিতে আপাতত অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে।

ওই অনুষ্ঠানের জন্য মহকুমাশাসকের কাছ থেকে আগাম অনুমতি নিয়েছিল এনটিপিসি। সেখানে মুখ্য বক্তা হিসেবে থাকার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তিনি এ দিন বলেন, ‘‘শেষ মুহূর্তে অনুমতি বাতিল করা হয়েছে আদালতে যাওয়ার সুযোগ যাতে না থাকে, সেই দুরভিসন্ধি নিয়ে। তবে বহু অসহায় মানুষের মামলা আদালতে ঝুলে থাকায় তাঁদের ভোগান্তি হয়। তাই প্রশাসনের নোংরামির জন্য আদালতের সময় নষ্ট করতে রুচিতে বাধে। মন্ত্রীর কাজে বাধা দেওয়ার জন্য ওই মহকুমাশাসকের বিরুদ্ধে লোকসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস আনা যায় কি না, তা নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলব।’’

Advertisement

বিজেপি-র প্রশ্ন, রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার জেলা পরিষদের অনুষ্ঠান আছে জেনেও প্রথমে কেন জেলা প্রশাসন ওই দিনই সেখানে এনটিপিসি-র অনুষ্ঠানে অনুমতি দেয়? মহকুমাশাসকের উত্তর, “ভুল বোঝাবুঝির ঘটনা।” অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পবন কাডিয়ানকে ফোন, মেসেজ করেও তাঁর মন্তব্য জানা যায়নি। বিজেপি-র সরকারি কর্মচারী পরিষদ ২৯ মে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে চিঠি দিয়ে আজ, বুধবার স্বাস্থ্য ভবনের বাগানে যোগ দিবস পালনের অনুমতি চেয়েছিল। এ দিন স্বাস্থ্য দফতর পরিষদকে জানায়, ওই জায়গায় এমন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন